টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স (TISS) -এ নন টিচিং স্টাফ নিয়োগ নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রান্তের চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পদের নাম, মোট শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।
Advertisement No. | — |
নিয়োগকারী সংস্থা | TATA INSTITUTE OF SOCIAL SCIENCES (TISS) |
পদের নাম | NON TEACHING STAFF |
মোট শূন্যপদ | ৪১ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৬ জুন, ২০২৩ |
অফিসিয়াল সাইট | www.tiss.edu |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | ফলো করুন |
TISS Non Teaching Staff Recruitment 2023
পদের নাম (Post Name)
এখানে Non Teaching Staff নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে নীচে উল্লেখ করা হলো –
- Registrar
- Deputy Librarian
- Assistant Registrar
- Assistant Manager Publications
- System Analyst-cum-Programmer
- Health Officer
- Field Work Coordinator
- Section Officer
- Programmer
- Horticulturist
- Senior Technical Assistant
- Stenographer
- Psychiatric Social Worker
- Social Worker
- Technical Assistant
- Lower Division Clerk
- Data Entry Operator
- Telephone Operator
- Project Sound Operator-cum-Electrician
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে সব মিলিয়ে মোট ৪১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
উল্লিখিত শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তাকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট বিষয়ে ডিগ্ৰি বা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখবেন।
বয়সসীমা (Age Limit)
উক্ত পদ গুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ৩০ বছর থেকে সর্বোচ্চ ৫৭ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন (Salary)
এক্ষেত্রে নিযুক্ত কর্মীদের নির্দিষ্ট পদ অনুযায়ী কেন্দ্র সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদন করার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.tiss.edu তে যেতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে প্রাসঙ্গিক বিষয়ের ওপর টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন ফি (Application fee)
General/ OBC/ EWS প্রার্থীদের ১,০০০/- টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৬.০৫.২০২৩ |
আবেদন শুরু | ২৬.০৫.২০২৩ |
আবেদন শেষ | ২৬.০৬.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
✅ আবেদন করুন | Apply Now |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 পশ্চিমবঙ্গে ছাপাখানায় মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় কর্মী নিয়োগ
🔥 মাধ্যমিক পাশে IRCTC -তে কাজের সুযোগ