ভারত কোকিং কোল লিমিটেড (BCCL) এর পক্ষ থেকে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জুনিয়র ওভারম্যান পদে নিয়োগ করা হবে। ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রান্তের চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের সম্পূর্ন অফলাইনের মাধ্যমে আগামী ২৫ মে, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হলো।
Advertisement No. | — |
নিয়োগকারী সংস্থা | Bharat Coking Coal Limited (BCCL) |
পদের নাম | Junior Overman, Tech. & Sup. Gr-‘C’ |
মোট শূন্যপদ | ৭৭ টি |
বেতন (₹) | ৩১,৮৫২/- |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৫ মে, ২০২৩ |
অফিসিয়াল সাইট | www.bcclweb.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
BCCL Junior Overman Recruitment 2023
পদের নাম– Junior Overman, Tech. & Sup. Gr-‘C’
মোট শূন্যপদ– ৭৭ টি [SC – ১০ টি, ST – ৬২ টি, OBC (NCL) – ০৫ টি]।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।
অথবা, মাইনিং ইঞ্জিনিয়ারিংহএ ডিগ্রি করা থাকতে হবে।
বয়সসীমা– প্রার্থীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ০২.০৫.২০২৩ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
মাসিক বেতন– ৩১,৮৫২/- টাকা
আবেদন পদ্ধতি
BCCL Junior Overman Recruitment 2023 -এ আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এরপর বিজ্ঞপ্তির মধ্যে থাকা আবেদনপত্র প্রিন্ট আউট বের করতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা –
The General Manager (P&IR), Bharat Coking Coal Limited, Koyla Bhawan, Koyla Nagar, Post- BCCL Township, Dhanbad, Jharkhand, PIN- 826005
নিয়োগ প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট (CBT)-র মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন ফি
- OBC (NCL) – ১১৮০/- টাকা।
- SC/ST – কোনো আবেদন ফি লাগবে না।
- পেমেন্ট মেথড – ডিমান্ড ড্রাফট
আবেদনের শেষ তারিখ
আগামী ২৫ মে, ২০২৩ তারিখের মধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট:- www.bcclweb.in
- MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 অষ্টম পাশে ডাক বিভাগে Group-C পদে চাকরি, সময় সীমিত এক্ষুনি আবেদন করুন
👉 হলদিয়াতে ইন্ডিয়ান অয়েলে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ২৫ হাজার টাকা থেকে শুরু
👉 ভারতীয় বায়ু সেনাতে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৫ মে
👉 Lottery Winning: লটারিতে এক কোটি টাকা জিতলে ঠিক কত টাকা হাতে আসে? 99% লোকই জানে না