বাড়িতে বসে পুরোনো ভোটার কার্ডকে মোবাইলের মাধ্যমে PVC Voter Card এ কনভার্ট করুন, মাত্র ২ মিনিটে

আমাদের অধিকাংশ মানুষের কাছেই পুরোনো ভোটার কার্ড রয়েছে। কিন্তু বর্তমানে কেউ নতুন ভোটার কার্ড তৈরি করতে চাইলে তাকে ডিজিটাল ভোটার কার্ড অর্থাৎ PVC Voter Card দেওয়া হয়। এই কার্ডটি প্লাস্টিকের হয়ে থাকে। কিছুটা ATM কার্ডের মতো হয়ে থাকে। ফলে জলে ভিজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। আপনি চাইলে খুব সহজেই বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে অনলাইনের মাধ্যমে আপনার পুরোনো ভোটার কার্ডটির বদলে একটি নতুন ডিজিটাল PVC Voter Card -এর জন্য আবেদন করতে পারেন।

এছাড়াও আপনার ভোটার কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আপনি নিচের এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে পুনরায় ভোটার কার্ড পাবেন। যে কার্ডটি পুনরায় পাবেন সেই কার্ডটি হবে PVC Voter Card । কিভাবে আবেদন করবেন? বিস্তারিত তথ্য নীচে দেওয়া রইলো।

PVC Voter Card পাবেন এইভাবে

১) প্রথমে আপনাকে আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে Voter Helpline App ইনস্টল করতে হবে।

২) এরপর অ্যাপটি ওপেন করে EXPLORE অপশনে ক্লিক করে Login করতে হবে। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে রেজিষ্টার করতে হবে।

৩) লগইন করার পর VOTER REGISTRATION অপশনে ক্লিক করে Correction of entries (Form 8) অপশনে ক্লিক করতে হবে।

৪) এরপর Let’s Start অপশনে ক্লিক করতে হবে।

৫) এরপর Yes অপশনে ক্লিক করতে হবে। (যদি আপনার ভোটার আইডি নম্বর না থাকে No অপশনে ক্লিক করে সার্চ করে নিন)

৬) এরপর ভোটার আইডি নম্বর লিখে Fetch Details অপশনে ক্লিক করতে হবে। এরপর Proceed অপশনে ক্লিক করতে হবে।

৭) Proceed করার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেইলস চলে আসবে। এরপর Next অপশনে ক্লিক করতে হবে।

৮) এরপর শুধুমাত্র মোবাইল নম্বর লিখে Next অপশনে ক্লিক করতে হবে।

৯) পরবর্তী পেজে Issue of Replacement EPIC without correction অপশন সিলেক্ট করে Next এ ক্লিক করতে হবে।

১০) এরপর আপনি কোন কারণের জন্য ভোটার কার্ড বদলাতে চাইছেন, সেই কারণটি সিলেক্ট করতে হবে। এখানে তিনটি অপশন পাবেন। প্রথম অপশন Lost অপশন সিলেক্ট করলে আপনাকে FIR কপি আপলোড করতে হবে, আপনাকে দ্বিতীয় অপশন Destroyed due to reason beyond control like flood, fire or other natural disaster সিলেক্ট করতে হবে।

১১) এরপর চেকবক্সে ক্লিক করে Next এ ক্লিক করতে হবে।

১২) এরপর আপনার নাম দেখতে পাবেন, এর নীচে আপনাকে আপনার Place লিখতে হবে।

১৩) সবশেষে, Done অপশনে ক্লিক করলে প্রিভিউ চলে আসবে, সব ঠিকঠাক থাকলে Confirm অপশনে ক্লিক করতে হবে।

১৪) এরপর আপনি একটি রেফারেন্স নম্বর পাবেন, এটি অবশ্যই কপি অথবা স্ক্রিনশট করে রাখুন। পরে এই নম্বর স্ট্যাটাস চেক করতে প্রয়োজন হবে।

১৫) কিছুদিনের মধ্যে বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে নতুন PVC Voter Card চলে আসবে।

যদি আপনার ভোটার কার্ডের কোনো তথ্যের সংশোধন করার থাকে তাহলে তথ্য সংশোধন করলেও আপনি নতুন PVC Voter Card পাবেন। যদি সমস্ত তথ্য ঠিকঠাক থাকে তাহলে উপরের সমস্ত স্টেপস ফলো করতে হবে।

Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

আবেদন স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

আপনার আবেদন Accept হয়েছে কি না Reject হয়েছে তা জানতে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে –

১) প্রথমে Voter Helpline App ওপেন করতে হবে।

২) এরপর অ্যাপের হোমপেজে থাকা EXPLORE অপশনে ক্লিক করে Status for Application অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর যে রেফারেন্স নম্বরটি পেয়েছিলেন সেটি লিখতে হবে এবং রাজ্যের নাম সিলেক্ট করতে হবে।৪) সবশেষে Track Status অপশনে ক্লিক করতে আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন।

বিয়ের পর মহিলাদের বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ভোটার কার্ড ট্রান্সফার করুন, অনলাইনে মোবাইল দিয়ে

👉 কোথাও না গিয়ে, এখন বাড়িতে বসে জন্ম সার্টিফিকেট অনলাইনে মোবাইল দিয়ে আবেদন ও ডাউনলোড করুন

👉 বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, তা এক নজরে দেখে নিন

👉 মনে করতে পারছেন না অতীতে প্যান-আধার লিঙ্ক করা হয়েছিল কিনা! জেনে নিন এই সহজ উপায়ে

👉 Madhyamik Result 2023: মে মাসেই মাধ্যমিকের রেজাল্ট! তারিখ ঘোষণা হয়ে গেল, কিভাবে রেজাল্ট চেক করবেন?

👉 রাজ্যের বেকার যুবক-যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন, এখনই আবেদন করুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin