আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মাধ্যমিক পাশে আবেদন করুন

পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরে আশা কর্মী নিয়োগ করা হবে। এখানে আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

Advertisement No.১০৬৫ /কে.এম.পি.-১
পদের নামআশা কর্মী
মোট শূন্যপদ১ টি।
বেতন (₹)৫,৫০০/-
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদনের শেষ তারিখ২৬ মে, ২০২৩
অফিসিয়াল সাইটnadia.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

ASHA Worker Recruitment in Nadia District

পদের নাম– ASHA Worker

মোট শূন্যপদ– ১ টি।

শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারী মহিলা প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্লকের এবং গ্রামের বাসিন্দা হতে হবে। কেবলমাত্র বিবাহিত / বিধবা / বিবাহ বিচ্ছিন্না মহিলারাই এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা– প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী। তপশিলী ও উপজাতি ভুক্ত প্রার্থীরা ২২ থেকে ৪০ বছরের মধ্যে বয়সে আবেদন করতে পারবেন।

বেতন– রাজ্য সরকারের বেতন কমিশনের সর্বশেষ সুপারিশ অনুযায়ী বর্তমানে আশা কর্মীদের প্রতি মাসে বেতন ৫,৫০০ টাকা।

Bank Holidays in April 2023 – এপ্রিল মাসে টানা ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির লিস্ট দেখে নিন

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করার কোনো সুবিধা নেই। তাই অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন করার জন্য নদিয়া জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট (www.nadia.gov.in) থেকে অথবা নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তির মধ্যে থাকা আবেদনপত্র প্রিন্ট আউট বের করতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে প্রার্থীর নিজের ব্লক উন্নয়ন আধিকারিকের নির্দিষ্ট দপ্তরে জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার স্থান

সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, করিমপুর- ১ নং সমষ্টি উন্নয়ন করণ, গ্রাম: শিকারপুর, থানা: মুরুটিয়া, জেলা: নদীয়া, পিন: ৭৪১১৫৮

আবেদনের শেষ তারিখ

আগ্রহী প্রার্থীদের ২৬ মে, ২০২৩ তারিখ, বিকাল ০৩ টার মধ্যে আবেদন করতে হবে।

আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

Important Links

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি + আবেদনপত্র:- Download PDF
  • MORE JOB UPDATE:- CLICK HERE

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin