প্যান কার্ড সংশোধন করুন মাত্র ১০৭ টাকায়, বাড়িতে বসে এইভাবে করুন।

PAN Card Correction: আধার কার্ডের পর অন্যতম একটি গুরুত্বপূর্ন নথি হলো প্যান কার্ড (PAN Card)। এই কার্ড ব্যাঙ্কিং লেনদেন থেকে শুরু করে অফিসিয়াল কাজে ব্যবহৃত হয়। তাই প্যান কার্ডে তথ্য সঠিক থাকা আবশ্যক। যদি আপনার প্যান কার্ডে তথ্য ভুল থাকে তবে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যার সমাধানে আমরা এই প্রতিবেদনে অনলাইনের মাধ্যমে প্যান কার্ড সংশোধন (PAN Card Correction) করবেন কিভাবে তার সম্পূর্ন পদ্ধতি বলেছি। তাই আপনাকে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়তে হবে।

আপনাকে বলে রাখি যে, আপনার প্যান কার্ড সংশোধন (PAN Card Correction) করার জন্য আপনাকে প্রায় ১০৭ টাকা চার্জ করা হবে। আপনি পেমেন্ট যেকোনো অনলাইন পেমেন্ট মেথডে করতে পারেন।

PAN Card Correction করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আধার কার্ড
  • পুরোনো প্যান কার্ড
  • পাসপোর্ট সাইজের ফটো (3.5×2.5cm, সাইজ 50kb এর মধ্যে হতে হবে এবং JPG ফরম্যাটে হতে হবে।)
  • সিগনেচারের স্ক্যান কপি (2×4.5cm, সাইজ 50kb -র মধ্যে হতে হবে এবং JPG ফরম্যাটে হতে হবে।)
  • আধার কার্ড এবং পুরনো প্যান কার্ডের স্ক্যান কপি (সাইজ 300kb -র মধ্যে হতে হবে এবং PDF ফরম্যাটে হতে হবে।)

Aadhaar Card Update: আপনার আধার কার্ড ১০ বছর আগে বানানো হয়েছে? তাহলে এই কাজ না করলে কার্ড বাতিল হয়ে যাবে।

PAN Card Correction করার সহজ পদ্ধতি

১) PAN Card Correction করার জন্য আপনাকে প্রথমে NSDL এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যার লিঙ্ক নীচে দেওয়া হয়েছে – https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html
২) এরপর Application Type সিলেক্ট করতে হবে Change or Correction in existing PAN Data / Reprint of PAN Card অপশন।
৩) Category সিলেক্ট করতে হবে Individual অপশন।
৪) এরপর আবেদনকারীর সমস্ত তথ্য সঠিকভাবে লিখে Submit অপশনে ক্লিক করতে হবে।

৫) এরপর Token Number পাবেন, এটি কোথাও নোট করে রাখতে হবে। যাতে পরবর্তীতে এই টোকেন নম্বর দিয়ে লগইন করতে পারেন।
৬) এরপর Continue with PAN Application Form অপশনে ক্লিক করতে হবে।
৭) ক্লিক করার পর ফর্ম খুলে আসবে, যেখানে আপনাকে Submit Scanned Image Through e-sign অপশন সিলেক্ট করতে হবে।
৮) এরপর Whether Physical PAN Card is required -এ আপনাকে Yes অপশন সিলেক্ট করতে হবে।

৯) এরপর আপনার আধার কার্ডের শেষ চারটি সংখ্যা লিখতে হবে।
১০) এরপর আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেটি লিখতে হবে।
১১) GST নম্বর লিখতে পারেন নাও লিখতে পারেন।
১২) এরপর আপনার প্যান কার্ডে যে সমস্ত তথ্য সংশোধন করতে চান সেগুলিতে টিক চিহ্ন করে সঠিক তথ্য লিখতে হবে।
১৩) এরপর প্রুফ হিসেবে আধার কার্ড সিলেক্ট করতে হবে।
১৪) এরপর আধার কার্ড, পুরনো প্যান কার্ড সহ নিজের ফটো, সিগনেচার আপলোড করতে হবে।

আধার কার্ডে জন্ম তারিখ আপডেট করার লিমিট পেরিয়ে গেছে? মাত্র 24 ঘণ্টায় আপডেট হবে DOB

১৫) এরপর আপনাকে পেমেন্ট করতে হবে।
১৬) পেমেন্ট করার পর Acknowledgement Slip পাবেন সেটি ডাউনলোড করে রাখুন, ভবিষ্যতে application Status Check করতে কাজে লাগবে।
১৭) Acknowledgement Slip PDF ওপেন করার ক্ষেত্রে পাসওয়ার্ড দিতে হয়, এই পাসওয়ার্ডটি হবে আপনার জন্ম তারিখ ( যেমন – জন্ম তারিখ যদি 01/12/1980 হয়, তাহলে পাসওয়ার্ড হবে 01121980 )

PAN Card Correction Status Check করবেন কিভাবে?

১) সংশোধনের স্ট্যাটাস চেক করতে NSDL এর অফিসিয়াল ওয়েবসাইট https://tin.tin.nsdl.com/pantan/StatusTrack.html -এ যেতে হবে।
২) এরপর Application Type সিলেক্ট করতে হবে প্যান – New / Change Request অপশন।
৩) এরপর Acknowledgement Number লিখে Submit অপশনে ক্লিক করলে আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন।

Voter Card Online Correction: এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড সংশোধন করে নিন

এখন ঘরে বসে অনলাইনে করুন নিজের আধার কার্ড সংশোধন, রইলো বিস্তারিত পদ্ধতি।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin