পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রায়শই বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। সম্প্রতি জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে খিদিরপুর আরবান কমিউনিটি হেলথ সেন্টার, কলকাতা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।
Advertisement No. | 02/Kolkata City NUHM Society/ 2023-24 |
নিয়োগকারী সংস্থা | Kolkata City NUHM Society |
পদের নাম | Specialist Medical Officer |
মোট শূন্যপদ | বিশদ দেখুন |
বেতন (₹) | বিশদ দেখুন |
আবেদন মাধ্যম | অফলাইন (ইন্টারভিউ) |
আবেদনের শেষ তারিখ | ১২ জুন, ২০২৩ |
স্থান | কলকাতা |
অফিসিয়াল সাইট | www.kmcgov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | ফলো করুন |
Kolkata NUHM Specialist Medical Officer Recruitment 2023
পদের নাম (Post Name)
এখানে Specialist Medical Officer পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৫ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI) স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে MBBS সহ সংশ্লিষ্ট বিষয়ে Post Graduate Diploma/ Degree করা থাকলে এখানে আবেদন করতে পারবেন। সেইসঙ্গে, নূন্যতম এক বছরের ইন্টার্নশিপ করা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ০১.০৬.২০২৩ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে।
বেতন (Salary)
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৭০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদন করার জন্য www.kmcgov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অথবা, প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে।
- এরপর আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
- এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে নিজের বায়োডাটা, যোগ্যতার প্রমাণপত্র ও অন্যান্য নথির অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে ইন্টারভিউর দিন নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)
- বয়সের প্রমাণপত্র (মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় সার্টিফিকেট)।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- ইন্টার্নশিপের প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
- পরিচয়পত্র (ভোটার কার্ড বা পাসপোর্ট)।
- ঠিকানার প্রমাণপত্র (আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট)।
ইন্টারভিউর স্থান
Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5 S.N. Banerjee Road, Kolkata-700013
ইন্টারভিউর তারিখ
১২ জুন ২০২৩ (সকাল ১১.৩০ টা থেকে ১২ টার মধ্যে উপস্থিত হতে হবে)।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৬.০৬.২০২৩ |
আবেদন শুরু | ০৬.০৬.২০২৩ |
আবেদন শেষ | ১২.০৬.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 পশ্চিমবঙ্গে ছাপাখানায় মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় কর্মী নিয়োগ
👉 রাজ্যের গ্রামীণ ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
👉 ভারতীয় ডাক বিভাগে ১২ হাজারের বেশি শূন্যপদে GDS নিয়োগ
👉 NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ! মাসিক বেতন ১৮,০০০ টাকা (Apply Now)
👉 হাতে অল্প সময়! সব কাজ ফেলে আধারের এই জরুরি কাজটি এক্ষুনি সেরে ফেলুন, নইলে পরে পস্তাবেন