Airtel 5G in West Bengal: এয়ারটেল কলকাতা সহ পশ্চিমবঙ্গে এই ১৬ টি শহরে 5G পরিষেবা চালু করলো, কোথায় কোথায়? দেখে নিন!

Airtel 5G in West Bengal: বর্তমানে দেশের বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক কোম্পানি হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রির জিও (Jio)। কিন্তু তারপর দ্বিতীয় স্থানে রয়েছে এয়ারটেল (Airtel)। কলকাতা সার্কেলে আগেই 5G পরিষেবা চালু করেছিল এই দুই কোম্পানি জিও এবং এয়ারটেল। গত ২০ ফেব্রুয়ারি এয়ারটেলের তরফ থেকে টুইট করে জানানো হয় যে, তারা কলকাতা সহ পশ্চিমবঙ্গের ১৬ টি শহরে 5G পরিষেবা চালু করেছে।

এই তালিকার মধ্যে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক শহরের নাম রয়েছে। ফলে এয়ারটেল গ্রাহকরা পশ্চিমবঙ্গের কমবেশি নানান শহরে 5G পরিষেবার সুবিধা পাবেন।

প্রত্যেক মোবাইল রিচার্জে ক্যাশব্যাক গ্যারেন্টি পাবেন, এই অ্যাপ থেকে করুন রিচার্জ।

এয়ারটেলের এই সিদ্ধান্তের কারণে রাজ্যের হতে গোনা কয়েকটি বড়ো শহর এখনও এই 5G নেটওয়ার্ক কভারেজের বাইরে রয়েছে। তবে খুব শীঘ্রই এই 5G হাইস্পিড ইন্টারনেট পরিষেবা তাদের কাছেও পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে জানা যাচ্ছে এয়ারটেল খুব ভালো পরিকল্পনা করে দ্রুত এগোচ্ছে। এর ফলে আগামী দিনে 5G নেটওয়ার্ক নিয়ে তারা জিওকে টেক্কা দিতে পারে। এবার দেখে নেওয়া যাক কলকাতা সহ পশ্চিমবঙ্গে কোন কোন নতুন ১৬ টি শহরে 5G পরিষেবা চালু করলো এয়ারটেল।

InfoNetBangla Telegram Channel
  1. কলকাতা
  2. দার্জিলিং
  3. দুর্গাপুর
  4. বহরমপুর
  5. ওল্ড মালদহ
  6. আসানসোল
  7. রায়গঞ্জ
  8. বালুরঘাট
  9. কোচবিহার
  10. দিনহাটা
  11. জলপাইগুড়ি
  12. ইসলামপুর
  13. আলিপুরদুয়ার
  14. বর্ধমান
  15. খড়গপুর
  16. মেদিনীপুর

বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের InfoNet Bangla ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

Join Join