১ ডিসেম্বর থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই জনপ্রিয় সুবিধা বন্ধ হচ্ছে, PNB গ্রাহক হলে অবশ্যই দেখুন

এই নভেম্বর মাসটাই শেষ, অর্থাৎ নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা PNB -এর এই জনপ্রিয় সুবিধা নিতে পারবেন। ১লা ডিসেম্বর থেকে PNB গ্রাহকদের এই জনপ্রিয় ও অত্যন্ত গুরুত্বপূর্ন সুবিধা পুরোপুরি বন্ধ করে দিতে চলেছে Punjab National Bank বা PNB. কোন এই সুবিধা বন্ধ হতে চলেছে?

সেটি হলো PNB mPassbook App এর সুবিধা। এই অ্যাপ ব্যবহার করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজাকশন হিস্ট্রি, মিনি স্টেটমেন্ট বা যেকোনো লেনদেন সংক্রান্ত সমস্ত তথ্য খুব সহজেই দেখতে পেতেন নিজেদের স্মার্টফোনে।

এমনকি দরকার হলে অ্যাকাউন্টের লেনদেনের PDF ফাইল ডাউনলোড করে নেওয়া যেত PNB mPassbook App -এর মাধ্যমে। সম্প্রতি PNB ব্যাংকের তরফে জানানো হয়েছে, ১ ডিসেম্বর থেকে mPassbook অ্যাপটি বন্ধ হয়ে যাবে। আর তাতেই মাথায় হাত পড়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কোটি কোটি গ্রাহকের। তবে ঘাবড়াবেন না। কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য পাবেন তার বিকল্প উপায় নীচে জানানো হয়েছে।

PNB mPassbook Discontinued

PNB mPassbook App বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও এর একটি বিকল্প ব্যবস্থা ইতিমধ্যেই করে রেখেছে PNB কর্তৃপক্ষ। ব্যাংকের তরফে সম্প্রতি এমনটাই জানানো হয়েছে যে, PNB One App এর মধ্যেই mPassbook এর সমস্ত সুবিধা পাবেন গ্রাহকরা। তাহলে PNB One App ব্যবহার করে পাসবুকের সমস্ত তথ্য কিভাবে পাবেন নীচে স্টেপ বাই স্টেপ প্রসেস দেওয়া হয়েছে।

আরও পড়ুন » Ration Card Correction – রেশন কার্ডের ভুল সংশোধন করুন মাত্র কয়েক মিনিটে। জেনে নিন বিস্তারিত পদ্ধতি।

PNB One অ্যাপ ব্যবহার করবেন কিভাবে ?

১) সবার প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে PNB One অ্যাপটি মোবাইলে ইন্সটল করে নিতে হবে।
২) তারপর Proceed to login অপশনে ক্লিক করে New User? অপশনে ক্লিক করতে হবে।

৩) তারপর তিনটি অপশন আসবে, আপনি কোনটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে চান? অপশন গুলো হলো ডেবিট কার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন, ডেবিট কার্ড ছাড়া রেজিস্ট্রেশন নাকি আধার কার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে চান। এর মধ্যে আপনাকে যেকোনো একটি অপশন বেছে নিতে হবে।  (ডেবিট কার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন করার জন্য নিজের ডেবিট কার্ড এবং পিন লিখতে হবে। ডেবিট কার্ড ছাড়া রেজিস্ট্রেশন করার জন্য আপনার অ্যাকাউন্টের তথ্য সহ নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হবে। আর আধার কার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনার একাউন্ট নম্বর সহ আধার নম্বর এবং প্যান নম্বর অথবা জন্ম তারিখ লিখতে হবে।)।

তারপর মোবাইল ব্যাংকিং সার্ভিসেস অথবা উভয় (মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসেস) এই দুটি অপশনের মধ্যে যেকোনও একটি বেছে নিতে হবে।

৪) তারপরে লগইন, ট্রানজাকশন পাসওয়ার্ড এবং TPIN তৈরি করতে হবে। পাসওয়ার্ডগুলি কোথাও নোট করে অথবা লিখে রাখবেন। ভুলে গেলে সমস্যায় পড়তে পারেন।
৫) তারপর Submit করার পর স্ক্রিনে রেজিস্ট্রেশন Successful দেখাবে সঙ্গে ইউজার আইডি (User ID) দেখতে পাবেন। এটিও কোথাও লিখে রাখবেন, লগইন করার সময় এটি দরকার হবে।

৬) তারপর Sign in অপশনে ক্লিক করতে হবে।
৭) তারপর Proceed to Login অপশনে ক্লিক করে User ID লিখে Sign in অপশনে ক্লিক করতে হবে। এরপর যে সিমটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেটি সিলেক্ট করতে হবে।
৮) তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেজিষ্টার করা নম্বরে ছয় সংখ্যার একটি OTP আসবে সেটি লিখে ভেরিফাই করতে হবে।

৯) তারপর MPIN সেট করতে হবে (PNB One অ্যাপটি ব্যবহার করার জন্য অ্যাপটি ওপেন করার সময় প্রথমে MPIN দিয়ে ভেরিফাই করে প্রবেশ করতে হবে)।
১০) সবশেষে, Sign in অপশনে ক্লিক করে MPIN দিয়ে PNB One অ্যাপে লগইন করতে হবে।১১) PNB One এ লগইনের পর mPassbook অপশনে প্রবেশ করলে আপনি আগের মতোই অ্যাকাউন্টের লেনদেনের সমস্ত তথ্য পেয়ে যাবেন।

PNB One Registration Process ভিডিওটি দেখতে পারেন

আরও পড়ুন » মাত্র ১০ মিনিটে, সম্পূর্ন বিনামূল্যে বানিয়ে নিন PAN কার্ড, নম্বর পাবেন তৎক্ষণাৎ

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin