Aadhar Card Bank Linking Status Check: নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের ওয়েবসাইটের এই প্রতিবেদনে স্বাগতম। বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান যে, আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে? তাই আপনারা আমাদের এই প্রতিবেদন থেকে জানতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। আমরা আপনাকে 2 টি পদ্ধতি বলবো। এই 2 টি পদ্ধতির মাধ্যমে চেক করতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি এই 2 টি পদ্ধতি …
আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা, জানবেন কীভাবে?
এই দিনের মধ্যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করলে নিষ্ক্রিয় হবে প্যান কার্ড, জানুন ছাড় কাদের?
Aadhar Card Bank Linking Status Check
নিচের দুটি পদ্ধতির মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন, যদি কোনো কারণে প্রথম পদ্ধতিতে Error দেখা দেয় তবে দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করুন। ঠিক তেমনই দ্বিতীয়টিতে সমস্যা হলে প্রথমটি অনুসরণ করুন।
প্রথম পদ্ধতি :-
- সবার প্রথমে UIDAI অর্থাৎ আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আসুন,
- এরপর “Aadhaar Services” অপশনে ক্লিক করুন, যেমনটি নিচের ছবিতে দেখতে পাচ্ছেন ⤵️

- এরপর “Check Aadhaar/Bank Seeding Status” অপশনে ক্লিক করুন,
- ক্লিক করার পর একটি নতুন পেজ খুলে আসবে,
- এখানে আপনার আধার কার্ডের নম্বর এবং Captcha পূরণ করে Send OTP অপশনে ক্লিক করুন,
- আপনার মোবাইলে আসা OTP লিখে Submit বোতামে ক্লিক করুন,
- এরপর আপনার আধার কার্ডে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে তা দেখতে পাবেন।

Aadhar Card Correction 2023: ঘরে বসে মিনিটেই করুন নিজের আধার কার্ড সংশোধন
দ্বিতীয় পদ্ধতি :-
- প্রথমে গুগল প্লে স্টোর থেকে mAadhaar App ইনস্টল করে ওপেন করুন,
- এরপর আধার রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখে OTP ভেরিফাই করুন,
- এরপর “Check Request Status” অপশনে ক্লিক করুন,
- ক্লিক করার পর “Aadhaar-Bank Acc Link Status” অপশনে ক্লিক করুন,
- এরপর আপনার আধার কার্ডের নম্বর এবং ক্যাপচা লিখে OTP ভেরিফাই করুন,
- এরপর আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে দেখতে পাবেন।

Important Links
Official Website | Click Here |
mAadhaar App | Download |
Join Our Telegram Channel | Join Now |
Aadhar Card Complaint Online : বাড়িতে বসে আধার সম্পর্কিত যেকোনো অভিযোগ করুন অনলাইনে
New Year Free Ration List: বিনামূল্যে আরও ১ বছর রেশন পাবেন ৮০ কোটিরও বেশি মানুষ, বড় সিদ্ধান্ত কেন্দ্রের
Swasthya Sathi Card: স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন করুন, জেনে নিন বিস্তারিত পদ্ধতি।