Oil India Limited Recruitment 2023: অয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনও ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল। পদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম
- Grade III
- Grade V
- Grade VII
মোট শূন্যপদ
Oil India Limited Recruitment 2023 অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে মোট ১৮৭ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নীচে পদ অনুযায়ী নিচে উল্লেখ করা হয়েছে।
- Grade- III
- Grade- V
- Grade- VII
ক) Grade- III পদে মোট শূন্যপদ ১৩৪ টি :-
PCM12023 | ১৫ টি শূন্যপদ |
Mechanic Diesel Trade | ৫৪ টি |
Fitter | ২৮ টি |
Boiler Attendant | ২৫ টি |
Welder Trade | ৩ টি |
Instrument Mechanic | ৯ টি |
খ) Grade- V পদে মোট শূন্যপদ ৪৩ টি :-
TCL12023 | ২০ টি শূন্যপদ |
Boiler Attendant | ১৫ টি |
Nurse | ৮ টি |
গ) Grade- VII পদে মোট শূন্যপদ ১০ টি :-
Civil Engineer, Mechanical | ৪ টি শূন্যপদ |
Engineer | ৩ টি |
Instrumentation and Control Engineer | ৩ টি |
শিক্ষাগত যোগ্যতা
- Grade III পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Grade V পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক/B.Sc. Nursing/Physics, Chemistry, Mathematics নিয়ে B.Sc. পাশ করে থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Grade VII পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ Civil/Mechanical/Instrumentation Engineering -এ ডিপ্লোমা করে থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০-৩৩ বছর। বয়স হিসাব করতে হবে ২৫/০৪/২০২৩ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন
Oil India Limited Recruitment 2023 এ নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে। পদ অনুযায়ী আলাদা আলাদা পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন দেওয়া হবে।
- Grade III – ২৬,৬০০/- থেকে ৯০,০০০/- টাকা।
- Grade V – ৩২,০০০/- থেকে ১,২৭,০০০/- টাকা।
- Grade VII – ৩৭,৫০০/- থেকে ১,৪৫,০০০/- টাকা।
আবেদন পদ্ধতি
- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর Careers অপশনে ক্লিক করে Current Opening অপশনে ক্লিক করতে হবে।
- এরপর Apply অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, জন্ম তারিখ, জেন্ডার, মোবাইল নম্বর, ইমেইল আইডি, কোন পদের জন্য আবেদন করতে চান তা সিলেক্ট করে সমস্ত তথ্য পূরণ করতে হবে।
- এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন।
- এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- সমস্ত যাবতীয় তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- এরপর অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে (যদি প্রযোজ্য হয়)।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
নিয়োগ প্রক্রিয়া
- Computer Based Test (CBT) – ১০০ নম্বরের।
- Documents Verification
- Medical Examination
আবেদন ফি
- General/OBC – ২০০/- টাকা
- SC/ST/EWS/PwBD/Ex-Servicemen – NILL
গুরুত্বপূর্ন তারিখ
- আবেদন শুরু – ২৮/০৩/২০২৩
- আবেদন শেষ – ২৫/০৪/২০২৩
Important Links – Oil India Limited Recruitment 2023
OFFICIAL NOTIFICATION:- DOWNLOAD PDF
OFFICIAL WEBSITE:- CLICK HERE
APPLY ONLINE:- CLICK HERE
MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 রামকৃষ্ণ মিশনে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, আবেদন শেষ তারিখ ২০ এপ্রিল
👉 ITI পাশে কয়েকশো শূন্যপদে চাকরির সুযোগ, আবেদন পদ্ধতি দেখুন
👉 রাজ্যজুড়ে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 5000 শূন্যপদে নিয়োগ, মাসে 15 হাজার টাকা
👉 Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।
👉 বিরাট বড় ঘোষণা! ফের প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলো, কত দিন বাড়লো দেখুন