চাকরী প্রার্থীদের জন্য সুখবর। এবার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। যদি আপনি দীর্ঘদিন ধরে অনেক পড়াশুনা করে ভালো একটি চাকরির খোঁজ করছিলেন, তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ এটি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। Central Bank of India Recruitment 2023
Central Bank of India Recruitment 2023 – Overview
নিয়োগকারী সংস্থা | Central Bank of India |
পদের নাম | Apprentice |
মোট শূন্যপদ | 5000 টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শুরু তারিখ | 20.03.2023 |
আবেদন শেষ তারিখ | 03.04.2023 |
More Job Update | Click Here |
পদের নাম
- Apprentice
মোট শূন্যপদ
মোট শূন্যপদ রয়েছে – ৫০০০ টি। (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৩৬২ টি শূন্যপদ)
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Graduate Degree করা থাকতে হবে।
বয়সসীমা
প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।
স্টাইপেন্ড
প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের ভালো অংকের টাকা স্টাইপেন্ড আকারে দেওয়া হবে। সেক্ষেত্রে মাসে ১০,০০০ – ১৫,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
- ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর লগইন করতে হবে।
- লগইন করার পর সমস্ত লিখে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে
- এরপর আবেদন ফি জমা করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
নিয়োগ প্রক্রিয়া
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান
পশ্চিমবঙ্গের দুর্গাপুর, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বাঁকুড়া, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার রিজিয়নে নিয়োগ করা হবে।
আবেদন ফি
- General, OBC, EWS – ৮০০ টাকা + GST
- SC, ST, Women – ৬০০ টাকা + GST
- PWBD – ৪০০ টাকা + GST
গুরুত্বপূর্ন তারিখ
- অনলাইন আবেদন শুরু তারিখ – ২০.০৩.২০২৩
- অনলাইন আবেদন শেষ তারিখ – ০৩.০৪.২০২৩
- অনলাইন পরীক্ষা তারিখ (সম্ভাব্য) – April 2nd week
Important Links
Official Notification:- Download PDF
Apply Now:- Click Here
MORE JOB UPDATE:- Click Here
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
📌 এক্সিস ব্যাঙ্কে শতাধিক শূন্য পদে নিয়োগ, প্রতিমাসে বেতন 14 হাজার টাকা
📌 জল সম্পদ দপ্তরে প্রচুর গ্রুপ সি কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
📌 PAN Aadhaar Link করানো যাচ্ছে না কিছুতেই! এর উপায় জেনে নিন