স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) -এর তরফ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমগ্র ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলা থেকে ITI পাশ ছাত্র-ছাত্রীরা এখানে আবেদন করতে পারবেন। নিচের প্রতিবেদন থেকে জেনে নিন পদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য।
SAIL Recruitment 2023
পদের নাম– Trade Apprentices
মোট শূন্যপদ– মোট ২৩৯ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ট্রেড | শূন্যপদ |
Electrician | ৬৫ |
Fitter | ৫৭ |
Rigger | ১৮ |
Turner | ১২ |
Machinist | ১৫ |
Welder | ৩২ |
Computer/ICTSM | ৬ |
Ref. & AC | ১৬ |
Mechanic-Motor Vehicle | ৫ |
Plumber | ৬ |
Draughtsman (Civil) | ৭ |
মোট শূন্যপদ | ২৩৯ টি |
শিক্ষাগত যোগ্যতা– যেকোনও ভারতীয় চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে ITI -তে পূর্ণ সময়ের যেকোনো কোর্স, শেষ তিন বছরের মধ্যে কমপ্লিট করে থাকে, তবেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা– ০১.০৪.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
মাসিক ভাতা– প্রতিমাসে ৭,০০০/- থেকে ৭,৭০০/- টাকা।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের www.apprenticeshipindia.gov.in -এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন প্রক্রিয়া সংক্রান্ত আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করে এর অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন।
আবেদনের শেষ তারিখ
অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে ২৯.০৪.২০২৩ তারিখ পর্যন্ত।
আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
Important Links
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
- আবেদন লিঙ্ক:- Apply Now
- MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 BSF Recruitment 2023: মাধ্যমিক পাশে ভারতীয় সেনা নিয়োগ, বিস্তারিত জেনে ঝটপট করুন আবেদন
👉 কল্যাণী AIIMS-এ প্রচুর নার্সিং অফিসার নিয়োগ, অনলাইন আবেদন চলবে ৫ মে পর্যন্ত
👉 IIT Kharagpur-এ চাকরির সুযোগ, আবেদন প্রক্রিয়া জানতে ক্লিক করুন
👉 কোথাও না গিয়ে, এখন বাড়িতে বসে জন্ম সার্টিফিকেট অনলাইনে মোবাইল দিয়ে আবেদন ও ডাউনলোড করুন