জল সম্পদ দপ্তরে প্রচুর গ্রুপ সি কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন | NWDA Recruitment 2023

NWDA Recruitment 2023: জল শক্তি দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেক্ষেত্রে ন্যাশনাল ওয়াটার ডেভলপমেন্ট এজেন্সি (NWDA) -এর তত্ত্বাবধানে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে।

ADVERTISEMENT NO. 14 / 2023

পদের বিবরণ (NWDA Recruitment 2023)

পদের নামশূন্যপদ
Junior Engineer (Civil)১৩
Junior Accounts Officer০১
Draftsman০৬
Upper Division Clerk০৭
Stenographer০৯
Lower Division Clerk০৪
মোট শূন্যপদ৪০ টি

বাংলা সহায়তা কেন্দ্রে ২৯২২ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

বয়সসীমা

  • Junior Engineer, Draftsman, Upper Division Clerk, Lower Division Clerk, Stenographer পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
  • Junior Accounts Officer পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা

পদের নামশিক্ষাগত যোগ্যতা
Junior Engineer (Civil)Diploma in Civil Engineering or equivalent.
Junior Accounts OfficerDegree in Commerce + 3 Yrs Experience
DraftsmanITI Certificate or Diploma in Draftsmanship (Civil)
Upper Division ClerkGraduate
Stenographer12th Pass + Steno
Lower Division Clerk12th Pass + Typing

[Track] আপনার হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন খুঁজে দেবে সরকার! জানুন কিভাবে

বেতন

  • Junior Engineer, Junior Accounts Officer পদে ক্ষেত্রে মাসিক বেতন ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
  • Draftsman, Upper Division Clerk, Stenographer পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
  • Lower Division Clerk পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।

আবেদন পদ্ধতি

  • ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  • নীচে দেওয়া লিংকে ক্লিক করে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, বয়স, জেন্ডার, অভিভাবকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত তথ্য পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর আবেদন ফি জমা করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

নিয়োগ প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ
  • CBT
  • Documents Verification

আবেদন ফি

  • General, OBC, EWS – ৮৯০ টাকা + GST
  • SC, ST, PwBD – ৫৫০ টাকা + GST

গুরুত্বপূর্ন তারিখ

  • অনলাইন আবেদন শুরু তারিখ – ১৮.০৩.২০২৩
  • অনলাইন আবেদন শেষ তারিখ – ১৭.০৪.২০২৩

আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করে NWDA Recruitment 2023 অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন।

Important Links – NWDA Recruitment 2023

📌 ১২০ টি শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

📌 এক্সিস ব্যাঙ্কে শতাধিক শূন্য পদে নিয়োগ, প্রতিমাসে বেতন 14 হাজার টাকা

📌 সমবায় ব্যাংকে ৬৩৮ শূন্যপদে নিয়োগ, মাসিক বেতন ৩২ হাজার টাকা

📌মাধ্যমিক পাশে CRPF-এ ৯২১২ শূন্যপদে কনস্টেবল নিয়োগ চলছে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin