আপনি কি ব্যাঙ্কে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। দেশের কো-অপারেটিভ ব্যাঙ্ক অর্থাৎ সমবায় ব্যাংকের তরফে প্রচুর শূন্যপদে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমগ্র ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রান্তের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে ৯ মার্চের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শূন্যপদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে।
পদের নাম এবং শূন্যপদের সংখ্যা
পদের নাম | শূন্যপদ |
Computer Programmer | ৩৫ |
Financial Analyst | ৩৫ |
Marketing Officer | ২৯ |
Internal Auditor | ২৫ |
Internal Inspector | ১৭ |
Office Superintendent | ১২ |
Branch Inspector | ১৭ |
Branch Manager | ৩৬৭ |
Assistant Chief Supervisor | ২৭ |
Sub Engineer | ৮ |
Statistical Officer | ১৫ |
Accountant | ৩৮ |
Computer Programmer-2 | ১৩ |
মোট শূন্যপদের সংখ্যা | ৬৩৮ টি |
বয়স
সমস্ত পাদগুলির ক্ষেত্রে বয়সে একই নিয়ম। আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ০৯.০৪.২০২৩ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা

বেতন
পদের নাম | বেতন (প্রতি মাসে) |
Computer Programmer, Financial Analyst, Marketing Officer এবং Internal Auditor | ৪২,৭০০ – ১,৩৫,১০০ টাকা |
Branch Manager, Branch Inspector, Internal Inspector এবং Office Superintendent | ৩৬,২০০ – ১,১৪,৮০০ টাকা |
Assistant Chief Supervisor, Sub Engineer, Statistical Officer, Accountant, Computer Programmer-2 | ৩২,৮০০ – ১,০৩,৬০০ টাকা |
আবেদন পদ্ধতি
- ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নীচে দেওয়া লিংকে ক্লিক করে এর আবেদন পোর্টালে যেতে হবে।
- এরপর প্রার্থীর নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
- রেজিস্ট্রেশন করার পর পোর্টালে লগইন করতে হবে।
- এরপর আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
নিয়োগ প্রক্রিয়া
- ২০০ নম্বরের কম্পিউটার বেসড টেস্ট (CBT) হবে।
- ইন্টারভিউ
আবেদন ফি
- General/ OBC/ EWS – ৫০০ টাকা সহ GST
- SC/ ST/ PH – ২৫০ টাকা সহ GST
- পেমেন্ট মেথড – Internet Banking, Debit Card, Credit Card
গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইন আবেদন শুরু তারিখ – ১০.০৩.২০২৩
- অনলাইন আবেদনের শেষ তারিখ – ০৯.০৪.২০২৩
Important Links – Co-Operative Bank Recruitment 2023
- Official Notification: Download PDF
- Apply Online: Click Here
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
📌 এক্সিস ব্যাঙ্কে শতাধিক শূন্য পদে নিয়োগ, প্রতিমাসে বেতন 14 হাজার টাকা
📌 মাধ্যমিক পাশে CRPF-এ ৯২১২ শূন্যপদে কনস্টেবল নিয়োগ চলছে | CRPF Recruitment 2023
📌 বিরাট বড় ঘোষণা! ফের প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলো, কত দিন বাড়লো দেখুন