কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচার এর অধীনে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম (NCSM) -এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ছেলে ও মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।
Advertisement No. | 05/2023 |
নিয়োগকারী সংস্থা | National Council of Science Museums |
পদের নাম | Jr. Stenographer এবং Artist – A |
মোট শূন্যপদ | বিশদ দেখুন |
বেতন (₹) | বিশদ দেখুন |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৯ জুন, ২০২৩ |
অফিসিয়াল সাইট | ncsm.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
NCSM Recruitment 2023
১) পদের নাম (Post Name)
এখানে Jr. Stenographer পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এই পদে মোট ৩ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সেইসঙ্গে, শর্টহ্যান্ড কোর্স করে থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
৯ জুন, ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
বেতন (Salary)
এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন ৪৮,২০৭/- টাকা দেওয়া হবে।
NCSM Recruitment 2023
২) পদের নাম (Post Name)
এখানে Artist – A পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Diploma/Certificate in Fine/Commercial Art এ দুই বছরের কোর্স করা থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সঙ্গে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
৯ জুন, ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
বেতন (Salary)
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন ৩৬,১২৬/- টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- অনলাইন আবেদন করার জন্য ncsm.gov.in ওয়েবসাইটে যেতে হবে অথবা, নীচে দেওয়া Direct লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
আবেদন ফি (Application fee)
কেবলমাত্র General, EWS, OBC ক্যাটাগরি প্রার্থীদের আবেদন ফি ৮৮৫/- টাকা দিতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৩.০৫.২০২৩ |
আবেদন শুরু | ১৩.০৫.২০২৩ |
আবেদন শেষ | ০৯.০৬.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | ncsm.gov.in |
✅ আবেদন করুন | Apply Now |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 মাধ্যমিক ও অষ্টম পাশে জেলা হোস্টেলে কর্মী নিয়োগ
👉 NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ! মাসিক বেতন ১৮,০০০ টাকা (Apply Now)
👉 রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ
👉 কেন্দ্রীয় কয়লা খনি দপ্তরে ৬০৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন
👉 কল্যাণীর AIIMS-এ ১২১ টি শূন্যপদে নিয়োগ! কোন পদে, কত বেতন?