সুপারভাইজার পদে উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ! কিভাবে আবেদন করবেন দেখুন

Published on:
Education Supervisor Recruitment 2023

রাজ্যের মুর্শিদাবাদ জেলার মাইনরিটি ডেভলপমেন্ট অফিসে এডুকেশন সুপারভাইজার (Education Supervisor) পদে প্রার্থী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে WBMDFC -র পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদনের যোগ্য। এখানে অফলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। এখানে মোট শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।

- Advertisement -
Advertisement No.2463-MDC/ESE-1/18
নিয়োগকারী সংস্থাWBMDFC
পদের নামEducation Supervisor
মোট শূন্যপদবিশদ দেখুন
বেতন (₹)বিশদ দেখুন
আবেদন মাধ্যমইন্টারভিউ
আবেদনের শেষ তারিখ০৮ জুন, ২০২৩
স্থানমুর্শিদাবাদ
অফিসিয়াল সাইটwww.wbmdfc.org
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

Education Supervisor Recruitment 2023

পদের নাম (Post Name)

এখানে Education Supervisor পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী বা সমতুল্য পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর সহ পাশ করে থাকা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে কম্পিউটারে অন্তত ‘ও’ লেভেলের দক্ষতা থাকতে হবে।

- Advertisement -

সেইসঙ্গে, প্রার্থীকে মাইনরিটি কমিউনিটির সদস্য (বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, মুসলিম) হতে হবে এবং মুর্শিদাবাদ জঙ্গিপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা (Age Limit)

০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী ২০ থেকে ৪০ বছর বয়সের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন (Salary)

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

এয়ারপোর্টে উচ্চমাধ্যমিক পাশে চাকরির সুযোগ! বেতন ১৫,০০০ টাকা

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের এখানে আলাদা করে আবেদন করতে হবে না। এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর সঠিকভাবে পূরণ করে, প্রয়োজনীয় ডকুমেন্টস এবং নিজের পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন ইন্টারভিউ দিন নিচের ঠিকানায় যেতে হবে।

ইন্টারভিউ স্থান (Interview Address)

West Bengal Minorities Development & Finance Corporation, AMBER, DD-27/E Sector 1, Salt Lake, Kolkata-700064.

ইন্টারভিউ তারিখ এবং সময়

০৮.০৬.২০২৩ তারিখ সকাল ১০ টা ৩০ মিনিটে।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৬.০৫.২০২৩
ইন্টারভিউ তারিখ০৮.০৬.২০২৩, সকাল ১০.৩০ টা

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
✅ আবেদন ফর্মDownload PDF
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE
InfoNetBangla Telegram Channel

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

2 thoughts on “সুপারভাইজার পদে উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ! কিভাবে আবেদন করবেন দেখুন”

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush