মালদা জেলার ওবিসি সেন্ট্রাল হোস্টেল গাজল ও রাতুয়া ব্লকের অধীনে সাপোর্ট স্টাফ নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।
Advertisement No. | 349/BCW (MLD) |
নিয়োগকারী সংস্থা | Office of the District Magistrate, Malda |
পদের নাম | বিশদ দেখুন |
মোট শূন্যপদ | বিশদ দেখুন |
বেতন (₹) | বিশদ দেখুন |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৪ জুন, ২০২৩ |
স্থান | মালদা |
অফিসিয়াল সাইট | www.malda.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
West Bengal Malda District Hostel Support Staff Recruitment
পদের নাম ও শূন্যপদের সংখ্যা (Post Name & Total Vacancy)
পদের নাম | মোট শূন্যপদ |
Superintendent | ২ টি |
Caretaker (Male) | ১ টি |
Matron (Female) | ১ টি |
Cook | ২ টি |
Helper | ২ টি |
Darwan-Cum-Night-Guard | ২ টি |
Karmabandhu (Part-Time) | ২ টি |
মোট শূন্যপদের সংখ্যা | ১২ টি। |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
Superintendent | যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করে থাকতে হবে। |
Caretaker / Matron | মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। |
Cook / Helper / Darwan-Cum-Night-Guard / Karmabandhu (Part-Time) | অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে। |
আবেদনকারী চাকরিপ্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা (Age Limit)
উপরোক্ত যেকোনো পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন (Salary)
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন কত টাকা দেওয়া হবে, তা নীচে উল্লেখ করা হয়েছে –
পদের নাম | বেতন প্রতিমাসে (টাকা) |
Superintendent | ১২,০০০/- |
Caretaker / Matron | ৮,০০০/- |
Cook | ৪,০০০/- |
Helper | ৩,০০০/- |
Cook / Helper / Darwan-Cum-Night-Guard / Karmabandhu (Part-Time) | ৩,৫০০/- |
Karmabandhu (Part-Time) | ৩,০০০/- |
আবেদন পদ্ধতি (Apply Process)
- ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করার জন্য অনলাইন আবেদন করার সুযোগ নেই। তাই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- প্রথমে মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা নিচের লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
- এরপর আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
- এরপর সঠিকভাবে পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে।
- এরপর আবেদনপত্রটি নির্দিষ্ট দপ্তরে বাই পোস্ট বা নিজে গিয়ে জমা করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
Superintendent / Caretaker / Matron পদের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। অন্যান্য পদগুলির জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করে বা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখবেন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.malda.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 রাজ্যের গ্রামীণ ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
👉 IDBI ব্যাঙ্কে ১৩৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন কত জানেন?
👉 পশ্চিমবঙ্গে ছাপাখানায় মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় কর্মী নিয়োগ
👉 রাজ্যে লাইব্রেরিয়ান পদে প্রচুর কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন