কল্যাণীর AIIMS-এ ১২১ টি শূন্যপদে নিয়োগ! কোন পদে, কত বেতন?

রাজ্যের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, কল্যাণী (AIIMS, Kalyani) -এ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের নিয়োগ করা হবে একাধিক বিভাগে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনও জেলার চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে অনলাইনের মাধ্যমে। অনলাইনে কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বিস্তারিত তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

Advertisement No.637/E-12015/ 10/23-(SR/T/JR
নিয়োগকারী সংস্থাAIIMS, Kalyani
পদের নামSenior Resident(Non-Academic)
মোট শূন্যপদ১২১ টি
বেতন (₹)বিশদে জানুন
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ১০ জুন, ২০২৩
স্থানকল্যাণী, পশ্চিমবঙ্গ
অফিসিয়াল সাইটaiimskalyani.edu.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

AIIMS Kalyani Recruitment 121 Posts

পদের নাম– Senior Resident (Non-Academic)

কোন কোন বিভাগে নিয়োগ করা হবে, তা জানতে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

মোট শূন্যপদ– এখানে মোট ১২১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা– যেকোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Post Graduation Medical Degree (MD/MS/DNB) করে থাকা চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বয়সসীমা– এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ৪৫ বছরের কম হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

মাসিক বেতন– পে স্কেল অনুযায়ী ১৫,৬০০/- থেকে ৩৯,১০০/- টাকা এবং ‘গ্রস পে’ বাবদ ৬,৬০০/- টাকা।

Summer Vacation 2023 Extended: গরমের ছুটি আরও বাড়ানো হলো! রাজ্যের স্কুল কবে খুলবে? জানালেন মুখ্যমন্ত্রী

আবেদন পদ্ধতি

  • ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • অনলাইন আবেদন করার জন্য নীচে দেওয়া আবেদন লিংকে ক্লিক করে আবেদন পেজে যেতে হবে।
  • এরপর আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে।
  • ইন্টারভিউ মোড সিলেক্ট করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবেদন ফি জমা করার Transaction ID লিখতে হবে এবং ট্রানজেকশন রিসিপ্ট আপলোড করতে হবে (যদি প্রযোজ্য হয়)।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে অনলাইন / অফলাইন মাধ্যমেই।

আবেদন ফি

General এবং OBC ক্যাটাগরি প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে ১০০০/- টাকা ধার্য করা হয়েছে। অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না। আবেদন ফি জমা করতে হবে প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পাবেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত৩০.০৫.২০২৩
আবেদন শুরু৩০.০৫.২০২৩
আবেদন শেষ১০.০৬.২০২৩, দুপুর ১ টা

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটaiimskalyani.edu.in
আবেদন করুনApply Now
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE

👉 ভারতীয় ডাক বিভাগে ১২ হাজারের বেশি শূন্যপদে GDS নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

👉 পূর্ব মেদিনীপুর জেলায় উচ্চমাধ্যমিক পাশে লাইব্রেরিয়ান নিয়োগ, বেতন ২২,৭০০ টাকা

👉 রাজ্যে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে

👉 হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশনে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২৩,০০০ টাকা

👉 রেশন কার্ডের এই কাজটি সেরেছেন তো? নইলে আর ফ্রি-তে চাল-গম পাবেন না

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin