এয়ারপোর্টে উচ্চমাধ্যমিক পাশে চাকরির সুযোগ! বেতন ১৫,০০০ টাকা

Published on:
AAI Recruitment 2023

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI) -এর তরফে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন করতে পারবেন। সারা ভারতের যেকোনো রাজ্যের যেকোনো প্রান্ত থেকে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।

- Advertisement -
Advertisement No.01/2023
নিয়োগকারী সংস্থাAirports Authority of India
পদের নামSecurity Screeners
মোট শূন্যপদবিশদ দেখুন
বেতন (₹)বিশদ দেখুন
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদনের শেষ তারিখ১২ জুন, ২০২৩
স্থানরায়পুর
অফিসিয়াল সাইটwww.aai.aero
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

AAI Recruitment 2023

পদের নাম– Security Screeners

মোট শূন্যপদ– এই পদে মোট ২৫ টি শূন্যপদ রয়েছে।

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা– যেকোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ BCAS Screener Certificate থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। পাশাপাশি প্রার্থীদের অবশ্যই ইংরেজি, হিন্দি এবং স্থানীয় ভাষা বলতে ও পড়তে জানতে হবে।

- Advertisement -

বয়সসীমা– এই পদের জন্য সর্বোচ্চ ৫০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স হিসাব করতে হবে ৩১.০৫.২০২৩ তারিখ অনুযায়ী । এক্ষেত্রে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

মাসিক বেতন– এই পদে নিযুক্ত প্রার্থীদের জন্য মাসিক বেতন ১৫,০০০ টাকা সহ অন্যান্য ভাতা রয়েছে।

উচ্চমাধ্যমিক পাশে লাইব্রেরিয়ান পদে নিয়োগ! অনলাইনে আবেদন করুন (Apply Now)

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের এই পদে আলাদা করে আবেদন করতে হবে না, সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ অন্যান্য সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। প্রার্থীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, তাদের AVSEC Certificate কমপক্ষে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত বৈধ হতে হবে।

ইন্টারভিউর ঠিকানা

Conference Hall, 1st Floor, AAI, Old Terminal Building, S.V. Airport, Raipur-492015.

গুরুত্বপূর্ন তারিখ

ইন্টারভিউ তারিখ১২.০৬.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.aai.aero
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE

👉 রাজ্যের গ্রামীণ ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

👉 IDBI ব্যাঙ্কে ১৩৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন কত জানেন?

👉 রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ

👉 হাতে অল্প সময়! সব কাজ ফেলে আধারের এই জরুরি কাজটি এক্ষুনি সেরে ফেলুন, নইলে পরে পস্তাবেন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush