ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ISRO), শ্রীহরিকোটা-র পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের জেলার প্রান্তের চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আগামী ১৬ মে ২০২৩ তারিখের মধ্যে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে। ISRO Sriharikota Job Vacancy 2023
ISRO Sriharikota Job Vacancy 2023
Advertisement No. – SDSC SHAR/RMT/02/2023
পদের নাম– Fitter
মোট শূন্যপদ– ১৭ টি (UR – ৮ টি, OBC – ৬ টি, EWS – ৩ টি)।
শিক্ষাগত যোগ্যতা– NCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Fitter ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা– ১৬.০৫.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন– প্রতি মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।
মাধ্যমিক পাশে ভারতের সমীক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, বেতন ১৯,৯০০ টাকা থেকে শুরু
পদের নাম– Electrician
মোট শূন্যপদ– ৬ টি (UR – ৩ টি, OBC – ২ টি, EWS – ১ টি)।
শিক্ষাগত যোগ্যতা– NCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Electrician ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা– ১৬.০৫.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন– প্রতি মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।
পদের নাম– Mechanical Engineering
মোট শূন্যপদ– ৫ টি (UR – ২ টি, SC – ১ টি, ST – ১ টি, EWS – ১ টি)।
শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে Mechanical Engineering বিষয়ে Diploma করে থাকতে হবে।
বয়সসীমা– ১৬.০৫.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন– প্রতি মাসে ৪৪,৯৯০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত।
পদের নাম– Cinematography/ Photography
মোট শূন্যপদ– ২ টি (UR – ১ টি L, SC – ১ টি)।
শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে Cinematography/ Photography বিষয়ে Diploma করে থাকতে হবে।
বয়সসীমা– ১৬.০৫.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন– প্রতি মাসে ৪৪,৯৯০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত।
এছাড়া আরও অন্যান্য পদে নিয়োগ করা হবে, নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট apps.shar.gov.in -এ গিয়ে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদন ফি পেমেন্ট করতে হবে। সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
আবেদন ফি–
এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা জমা করতে হবে, যা অ-ফেরতযোগ্য। সঙ্গে প্রসেসিং ফি হিসেবে ৫০০ টাকা জমা করতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা প্রসেসিং ফি পরবর্তীকালে ফেরত পাবেন।
আবেদনের শেষ তারিখ
অনলাইন আবেদনের শেষ তারিখ হলো আগামী ১৬ মে, ২০২৩ ।
আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
- আবেদন লিঙ্ক:- Apply Now
- MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 ফের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন
👉 BSF Recruitment 2023: মাধ্যমিক পাশে ভারতীয় সেনা নিয়োগ, বিস্তারিত জেনে ঝটপট করুন আবেদন
👉 রাজ্য জুড়ে উচ্চমাধ্যমিক পাশে ICICI ব্যাঙ্কে কর্মী নিয়োগ, মাসিক বেতন 18 হাজার টাকা
👉 পূর্ব মেদিনীপুরে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে, বেতন ৬০ হাজার টাকা পর্যন্ত
👉 Lottery Winning: লটারিতে এক কোটি টাকা জিতলে ঠিক কত টাকা হাতে আসে? 99% লোকই জানে না