উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কৃষি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Junior Steno Cum Computer Operator পদে মোট ০৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের সম্পূর্ন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, আবেদনের শেষ তারিখ সহ বিস্তারিত তথ্য এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন।
Advertisement No. | E-II-07/2013/ 6092/UAT |
নিয়োগকারী সংস্থা | Odisha University of Agriculture & Technology |
পদের নাম | Junior Steno-cum-Computer Operator |
মোট শূন্যপদ | ০৫ টি |
বেতন (₹) | ৫,২০০/- থেকে ২০,২০০/- |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২০ মে, ২০২৩ |
অফিসিয়াল সাইট | www.ouat.nic.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Computer Operator Recruitment for OUAT
পদের নাম– Junior Steno Cum Computer Operator
মোট শূন্যপদ– এই পদে মোট ০৫ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা– উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে 80wpm/10mins টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা– এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে আবেদনের শেষ তারিখ অনুযায়ী অর্থাৎ ২০.০৫.২০২৩ তারিখ অনুযায়ী। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন– প্রতি মাসে বেতন ৫,২০০/- থেকে ২০,২০০/- টাকা।
ইন্টারভিউয়ে বাজিমাত করলেই রাজ্য কৃষি দপ্তরে মিলবে চাকরি! উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন যোগ্য
আবেদন পদ্ধতি
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সম্পূর্ন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এরপর বিজ্ঞপ্তির শেষের দিকে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে। এরপর প্রিন্ট করা আবেদনপত্রটি পূরণ প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Odisha University of Agriculture & Technology, Bhubaneswar – 751003, Odisha
আবেদনের শেষ তারিখ
আগামী ২০ মে ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট:- www.ouat.nic.in
- MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 ব্যাঙ্ক অফ বরোদা (BOB)-তে চাকরির দারুণ সুযোগ, অনলাইন পদ্ধতিতে আবেদন করুন
👉 ইন্ডিয়ান নেভিতে চাকরির সুযোগ, আবেদন পদ্ধতি দেখে নিন
👉 পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন
👉 মাধ্যমিক পাশ করলেই রাজ্যের এই স্কলারশিপে মিলবে ১০ হাজার টাকা, কারা পাবেন, কিভাবে আবেদন করবেন?