রাজ্যে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩০ হাজার টাকা

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (CNCI) কলকাতাতে সুপারভাইজার নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে CNCI -এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড (BECIL) সংস্থার দ্বারা এই নিয়োগ সম্পন্ন করা হবে। ভারতের যেকোনো রাজ্যের নাগরিকরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। অফলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। পদের নাম, মোট শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।

Advertisement No.328
নিয়োগকারী সংস্থাChittranjan National Cancer Institute (CNCI), Kolkata
পদের নামSupervisor এবং Night Supervisor
মোট শূন্যপদবিশদ দেখুন
বেতন (₹)৩০,০০০/-
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৬ জুন, ২০২৩
স্থাননিউটাউন এবং হাজরা
অফিসিয়াল সাইটwww.becil.com
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

BECIL CNCI Supervisor Recruitment 2023

১) পদের নাম (Post Name)

  • Supervisor
  • Night Supervisor

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে মোট ০৭ টি শূন্যপদ রয়েছে।

  • Supervisor – ০৪ টি।
  • Night Supervisor – ০৩ টি।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করার জন্য প্রার্থীকে স্নাতক পাশ সহ নূন্যতম ৭ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে হসপিটাল অপারেশনে।

অথবা, 

প্রার্থীকে হসপিটাল অপারেশনে নূন্যতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা সহ BHM/ MHM করে থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বয়সের উল্লেখ নেই।

বেতন (Salary)

নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে IRCTC -তে কাজের সুযোগ

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি নীচে উল্লেখ করা হলো –

  • আবেদন করার জন্য প্রথমে www.becil.com ওয়েবসাইটে যেতে হবে অথবা, এই প্রতিবেদনের নীচে দেওয়া Direct লিংকে ক্লিক করে সরাসরি আবেদন পেজে প্রবেশ করতে হবে।
  • এরপর New Registration অপশনে ক্লিক করতে হবে।
  • পরবর্তী পেজে ADVERTISEMENT NO. 328 সিলেক্ট করতে হবে।
  • এরপর অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

স্কিল টেস্ট/ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের তারিখ, সময়, ঠিকানা ইমেইলের মাধ্যমে জানানো হবে প্রার্থীকে।

নিয়োগ স্থান

Night Supervisor পদে নির্বাচিত প্রার্থীদের নিউটাউন ক্যাম্পাসে এবং Supervisor পদে নির্বাচিত প্রার্থীদের হাজরা ক্যাম্পাসে নিয়োগ করা হবে।

আবেদন ফি (Application fee)

General, OBC, Women, Ex-Servicemen প্রার্থীদের ৮৮৫/- টাকা এবং SC, ST, EWS, PH প্রার্থীদের ৫৩১/- টাকা আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১২.০৬.২০২৩
আবেদন শুরু১২.০৬.২০২৩
আবেদন শেষ২৬.০৬.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
✅ আবেদন করুনApply Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE

🔥 পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, মিলবে মোটা বেতনও

🔥 মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ! মোট ৫০০ টি শূন্যপদ রয়েছে

🔥 মাধ্যমিক পাশে ITBP-তে কনস্টেবল নিয়োগ, ৪৫৮ টি শূন্যপদ রয়েছে

🔥 ভারতীয় রেলে চলছে একাধিক পদে কর্মী নিয়োগ! আবেদন করতে ক্লিক করুন

🔥 অবশেষে আধার আপডেটের সময়সীমা বাড়ালো কেন্দ্র, দেখে নিন শেষ তারিখ কবে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin