India Post GDS Recruitment 2023: ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ। মধামিক পাশে আবেদন করুন

India Post GDS Recruitment 2023: ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে জানানো হয়েছে যে, ভারতীয় ডাক বিভাগের অধীনে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে গ্রামীণ ডাক সেবক (India Post GDS Recruitment 2023)। এই নিয়োগের ক্ষেত্রে দেশের যেকোনও জেলার যেকোন প্রান্তের চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মাসিক বেতন রয়েছে যথেষ্ট পরিমাণ। চলুন তাহলে ভারতীয় ডাক বিভাগের তরফে জারি করা এই বিজ্ঞপ্তি সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।

📌 Updated: GDS এর রেজাল্ট প্রকাশিত হয়েছে, লিস্টে নাম চেক করতে ক্লিক করুন

পদের বিবরণ

পোস্টের নামগ্রামীণ ডাক সেবক(GDS) BPM/ABPM
শুন্য পদের সংখ্যা40889

পদ 1:

পদের নামব্রাঞ্চ পোস্ট মাস্টার (Branch Post Master)

বয়স সীমা
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে (তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে)


শিক্ষাগত যোগ্যতা
ভারতের স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। এর পাশাপাশি আবেদনকারীর স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আবেদনকারীকে যানবাহন চানানো জানতে হবে।

মাসিক বেতন
এই পদে কর্মরত কর্মীদের ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা বেতন দেওয়া হবে।

Indian Bank SO Recruitment 2023 – ভারতীয় ব্যাংকে প্রচুর চাকরির সুযোগ, এক্ষুনি আবেদন করুন

পদ 2:

পদের নামসহকারী ব্রাঞ্চ পোস্ট মাস্টার (Assistant Branch Post Master)

বয়স সীমা
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে (তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে)


শিক্ষাগত যোগ্যতা
ভারতের স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। এর পাশাপাশি আবেদনকারীর স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আবেদনকারীকে যানবাহন চানানো জানতে হবে।

মাসিক বেতন
এই পদে কর্মরত কর্মীদের ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা বেতন দেওয়া হবে।

India Post GDS Recruitment 2023 – আবেদন পদ্ধতি

আবেদনকারী প্রার্থীকে কেবলমাত্র অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে একজন আবেদনকারী উপরের পদগুলোর মধ্যে শুধুমাত্র একটি পদের জন্য আবেদন জানাতে পারবেন। নীচে আবেদন করার স্টেপগুলো আলোচনা করা হয়েছে –

  • সবার প্রথমে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://indiapostgdsonline.gov.in/ এ যেতে হবে,
  • এরপর Candidate’s Corner সেকশনের মধ্যে থাকা Stage 1. Registration অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে,
  • এরপর রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর এবং লগইন ডিটেইলস পাবেন,
  • এরপর Stage 2. Apply Online অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর এবং রাজ্য সিলেক্ট করে পোর্টালে লগইন করতে হবে,
  • এরপর রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে, যে পদের জন্য আবেদন করতে চাইছেন সেটি সিলেক্ট করতে হবে,
  • এরপর প্রার্থীর যাবতীয় তথ্য পূরণ করতে হবে,
  • প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন ফি জমা করতে হবে,
  • এরপর সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আধার কার্ড / ভোটার কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র,
  • পাসপোর্ট সাইজের ফটো,
  • সাক্ষর প্রয়োজন হবে।

আবেদন ফি

ক্যাটাগরিআবেদন ফি
General / OBCRs. 100/-
SC / STRs. 0/-

Madhyamik Admit Card – কবে থেকে মিলবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, কবে স্কুলে যেতে হবে, কি কি নিয়ম মানতে হবে?

আবেদনের সময়সীমা

২৭ শে জানুয়ারি ২০২৩ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হলো ১৬ই ফেব্রুয়ারি, ২০২৩

Important Links

Official NotificationDownload
Direct LinkClick Here
Join Telegram ChannelJoin Now

রাজ্যে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, আবেদন করুন এখনই

Yuvashree Prakalpa: রাজ্যের যুবক যুবতীদের 1500 টাকা করে দিচ্ছে সরকার। রইলো আবেদন পদ্ধতি।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin