হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশনে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২৩,০০০ টাকা

Published on:
Hindustan Petroleum Corporation Limited Graduate Apprentices Recruitment 2023

হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) -এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হয়েছে। HPCL Graduate Apprentices Recruitment 2023

- Advertisement -
Advertisement No.
নিয়োগকারী সংস্থাHindustan Petroleum Corporation Limited (HPCL)
পদের নামGraduate Apprentices (Non Engineering)
মোট শূন্যপদউল্লেখ নেই
বেতন (₹)বিশদে জানুন
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৩ জুন, ২০২৩
স্থানসারা ভারত
অফিসিয়াল সাইটwww.hindustanpetroleum.com
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

Hindustan Petroleum Corporation Limited Graduate Apprentices Recruitment 2023

পদের নাম– Graduate Apprentices (Non Engineering)

মোট শূন্যপদ– HPCL -এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো শূন্যপদের সংখ্যা উল্লেখ নেই।

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা– যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে BA, BSc, B.com বিষয়ে স্নাতক পাশ করে থাকা চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

- Advertisement -

বয়সসীমা– আবেদনকারীর বয়স ২৬.০৫.২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

মাসিক ভাতা– ২৩,০০০/- টাকা।

কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে চাকরির সুযোগ

আবেদন পদ্ধতি

  • এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
  • অনলাইন আবেদন করার জন্য প্রথমে প্রার্থীদের নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন পেজে যেতে হবে।
  • এরপর Sign Up for New Registration অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি লিখতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর আপনার দেওয়া ইমেইল আইডিতে ইমেইলের মাধ্যমে আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন।
  • এরপর প্রাপ্ত আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • লগইন করার পর GAT (NON ENGINEERING) ENGAGEMENT 2023 অপশন সিলেক্ট করতে হবে।
  • এরপর অনলাইন আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

নিয়োগ প্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপরে মেরিট লিস্টে নাম থাকা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।

আবেদন ফি

কোনো আবেদন ফি লাগবে না।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৬.০৫.২০২৩
আবেদন শুরু২৬.০৫.২০২৩
আবেদন শেষ০৩.০৬.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটwww.hindustanpetroleum.com
আবেদন করুনApply Now
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE

👉 কেন্দ্রীয় কয়লা খনি দপ্তরে ৬০৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ

👉 DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ

👉 রাজ্যে একাধিক শূন্যপদে লাইব্রেরিয়ান নিয়োগ

👉 EWS সার্টিফিকেটের সুবিধা, যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ যাবতীয় তথ্য জেনে নিন

👉 মাত্র ১০ মিনিটে, সম্পূর্ন বিনামূল্যে বানিয়ে নিন PAN কার্ড, নম্বর পাবেন তৎক্ষণাৎ

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush