কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগ (India Post) এর পক্ষ থেকে Group C পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে একাধিক ট্রেডে কর্মী নিয়োগ করা হবে। গোটা ভারতবর্ষের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রান্তের অষ্টম পাশ যোগ্যতায় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৩ মে ২০২৩ তারিখের মধ্যে অফলাইনের মধ্যে আবেদন করতে হবে। কোন ট্রেডে নিয়োগ করা হবে, শূন্যপদ কয়টি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য নীচে আলোচনা করা হয়েছে।
Advertisement No. | DMS-8/Tech. Rectt/2023/56 (Date- 05.04.2023) |
নিয়োগকারী সংস্থা | Ministry of Communications Department of Posts, India |
পদের নাম | Skilled Artisans (General Central Service, Group-C, Non-Gazetted, Non-Ministerial) |
মোট শূন্যপদ | ১০ টি |
বেতন (₹) | ১৯,৯০০/- |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৩ মে, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.indiapost.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
India Post Group C Skilled Artisans Recruitment 2023
পদের নাম– Skilled Artisans (General Central Service, Group-C, Non-Gazetted, Non-Ministerial)
ট্রেড অনুযায়ী শূন্যপদ –
১) Mechanic (Motor Vehicle) – ০৩ টি।
২) Motor Vehicle Electrician – ০২ টি।
৩) Welder – ০১ টি।
৪) Tyreman – ০১ টি।
৫) Tinsmith – ০১ টি।
৬) Painter – ০১ টি।
৭) Blacksmith – ০১ টি।
মোট শূন্যপদ– সব মিলিয়ে মোট ১০ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা– উপরের যেকোনো ট্রেডে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত টেকনিক্যাল প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
অথবা, অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা– ০১.০৭.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
মাসিক বেতন– ১৯,৯০০ টাকা।
জাহাজ নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ চলছে, কোন কোন পদে নেওয়া হবে কর্মী?
আবেদন পদ্ধতি
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের সম্পূর্ন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তির ৩ নং পাতায় আবেদনপত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করে যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি যুক্ত করে একটি খামে ভরে পোস্টের মাধ্যমে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
THE SENIOR MANAGER, MAIL MOTOR SERVICE, 134-A, SUDAM KALU AHIRE MARG, WORLI, MUMBAI – 400018
নিয়োগ প্রক্রিয়া
লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। পরীক্ষার সিলেবাস, তারিখ, সময় পরবর্তীতে জানানো হবে।
আবেদনের শেষ তারিখ
এখানে আবেদনের শেষে তারিখ হলো – আগামী ১৩ মে ২০২৩ অর্থাৎ ১৩.০৫.২০২৩ তারিখ।
আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট:- Visit Now
- MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পাশে HDFC Bank -এ কর্মী নিয়োগ, বেতন শুরুতেই ১৬ হাজার টাকা
👉 মাধ্যমিক পাশে ভারতের সমীক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, বেতন ১৯,৯০০ টাকা থেকে শুরু
👉 ITI পাশে মহাকাশ গবেষণা কেন্দ্রে চাকরির বিরাট সুযোগ! কোন কোন পদে নিয়োগ চলছে দেখুন
👉 ফের ভারতীয় নৌসেনাতে নিয়োগ, ৩৭২ টি শূন্যপদ
👉 ১ মে থেকে বদলে গেল এই চারটি নিয়ম! আর্থিক লোকসান এড়াতে সম্পূর্ন নিয়মের তালিকা দেখুন