১ মে থেকে বদলে গেল এই চারটি নিয়ম! আর্থিক লোকসান এড়াতে সম্পূর্ন নিয়মের তালিকা দেখুন

শুরু হলো নতুন মাস অর্থাৎ মে মাস। প্রতি মাসের শুরুতে যেমন কিছু নিয়মে পরিবর্তন হয়েছে, তেমনই এমাসের শুরু থেকে কিছু নিয়মে পরিবর্তন হয়েছে। মূলত চারটি নিয়ম পরিবর্তন হয়েছে। LPG-র দাম পরিবর্তন। GST ও মিউচুয়াল ফান্ড সম্পর্কিত নিয়মে পরিবর্তন হয়েছে। এছাড়াও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কিছু নিয়মে পরিবর্তন হয়েছে। যে নিয়মগুলি না মানলে সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলবে। এবার জেনে নিন কি কি নিয়ম পরিবর্তন হয়েছে।

GST-র নিয়মে পরিবর্তন

১ মে থেকে জিএসটির নিয়মে বড়সড় পরিবর্তন হচ্ছে। যে সকল ব্যবসায়ীর টার্নওভার ১০০ কোটি টাকার বেশি হয়, তাদের লেনদেনের রশিদ ইস্যু হওয়ার সাত দিনের মধ্যে Invoice Registration Portal (IRP) -এ আপলোড করতে হবে। 

মিউচুয়াল ফান্ডে KYC

আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে আপনার মিউচুয়াল ফান্ডে ই-ওয়ালেটের ক্ষেত্রে KYC বাধ্যতামূলক করেছে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)।

Mask Aadhaar Card ডাউনলোড করুন, অন্য কেউ আপনার আধার কার্ড অপব্যবহার করতে পারবে না

LPG গ্যাসের দাম পরিবর্তন

পেট্রোলিয়াম কোম্পানিগুলি প্রতি মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে। গত মাসে ২৯ সিলিন্ডারের দাম ৯২.৫০ টাকা কমেছিল। অবশ্য তা কমার্শিয়াল ক্ষেত্রে, ডোমেস্টিক ক্ষেত্রে নয়। এমাসে কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম ১৭১ টাকা কমে ১৯৬০.৫০ টাকা হয়েছে, যা আগে এর দাম ছিল ২১৩২ টাকা।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ATM চার্জ

১ মে থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নতুন নিয়ম শুরু করেছে। PNB-র তরফে জানানো হয়েছে, ATM থেকে টাকা তোলার সময় যদি আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকে, তাহলে জরিমানা হিসেবে ১০ টাকা করে দিতে হবে। সঙ্গে জিএসটিও যোগ করা হবে। যতবার অ্যাকাউন্টে টাকা না থাকা সত্বেও টাকা তোলার চেষ্টা করেন ততবার আপনাকে জরিমানা দিতে হবে। তাই ATM থেকে টাকা তোলার আগে চেক করে নিন অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা।

PNB mPassbook App: আর ব্যাঙ্কে যেতে হবে না, এখন নিজেই পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের পাশবুক অনলাইনেই চেক করতে পারবেন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin