ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ (CID) -এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।
Advertisement No. | 16/CID/GL-I |
নিয়োগকারী সংস্থা | CRIMINAL INVESTIGATION DEPARTMENT, WEST BENGAL |
পদের নাম | বিভিন্ন পদ |
মোট শূন্যপদ | ০৯ টি |
বেতন (₹) | ১ লক্ষ ৫৯ হাজার টাকা |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৫ মে, ২০২৩ |
অফিসিয়াল সাইট | cidwestbengal.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
CID West Bengal Recruitment 2023
শূন্যপদের বিবরণ –
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
Mobile Forensic Expert | ০২ টি |
Network Forensic Expert | ০১ টি |
Malware Forensic Expert | ০১ টি |
Cloud Forensic Expert | ০২ টি |
Crypto Analysts | ০১ টি |
Disk Forensic Expert | ০২ টি |
মোট শূন্যপদ | ০৯ টি। |
শিক্ষাগত যোগ্যতা– Bachelor in IT/ Computer Science/ Electronics and Telecommunication
অথবা, Engineering Graduate/ M.Tech
অথবা, BCA/ MCA বিষয়ে ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী প্রার্থীদের।
মাসিক বেতন– CID West Bengal Recruitment 2023 -এ প্রতিটি পদে মাসিক বেতন ১ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
- আগ্রহী প্রার্থীদের এখানে চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদন করার জন্য প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট recruitment-cidwb.in -এ যেতে হবে।
- এরপর মেনুবারে ক্লিক করে Apply Now অপশনে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার্থে নীচে Direct Link প্রদান করা হয়েছে।
- এরপর আবেদনকারীর নাম লিখতে হবে, কোন পদের জন্য আবেদন করতে চান তা সিলেক্ট করে ঠিকানার তথ্য পূরণ করতে হবে।
- এরপর আবেদনকারীর সাম্প্রতিক ছবি, সিগনেচার আপলোড করতে হবে।
- এরপর বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি, বাবার নাম, আধার কার্ডের নম্বর, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতার বিবরণ লিখতে হবে।
- আধার কার্ড আপলোড করতে হবে।
- সবশেষে ক্যাপচা কোড পূরণ করে Submit বোতামে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীদের উপরোক্ত পদে আবেদন করতে হবে আগামী ১৫ মে, ২০২৩ তারিখের মধ্যে।
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট:- Visit Now
- আবেদন লিঙ্ক:- Apply Now
- MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 রাজ্যে কেন্দ্রীয় সংস্থার অধীনে নিয়োগ, আবেদন করুন অনলাইনে
👉 হলদিয়াতে ইন্ডিয়ান অয়েলে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ২৫ হাজার টাকা থেকে শুরু
👉 ITI পাশে মহাকাশ গবেষণা কেন্দ্রে চাকরির বিরাট সুযোগ! কোন কোন পদে নিয়োগ চলছে দেখুন
👉 ১৯ মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, জানিয়ে দিলো শিক্ষা পর্ষদ
👉 মাধ্যমিক পাশ করলেই রাজ্যের এই স্কলারশিপে মিলবে ১০ হাজার টাকা, কারা পাবেন, কিভাবে আবেদন করবেন?