আধার কার্ড বানাবেন? থাকতে হবে এই যোগ্যতা! বাধ্যতামূলক

আধার কার্ড হলো ভারতের বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ন নথি। আধার কার্ড হলো ১২ সংখ্যার একটি কার্ড। এই কার্ডটি ভারতের প্রতিটি বাসিন্দাদের জারি করা একটি অনন্য পরিচয় নম্বর, যা ভারতীয় বাসিন্দাদের নিজেদের পরিচয়ের প্রমাণ ও ঠিকানার প্রমাণ হিসেবে কাজ করে। আধার কার্ড প্যান কার্ড ও ভোটার কার্ডের মতোই একটি গুরুত্বপূর্ন নথি।

নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, কোনো সরকারি ও বেসরকারি প্রকল্পের সুবিধা পেতে, স্কুল কলেজে ভর্তি হতে, আরও অন্যান্য জরুরি কাজে আধার কার্ডের প্রয়োজন হয়। যদি আপনার আধার কার্ড এখনও পর্যন্ত তৈরি না হয়ে থাকে, তাহলে সেটি তৈরি করার জন্য আপনাকে কয়েকটি যোগ্যতা পূরণ করতে হবে। নাহলে আধার কার্ড তৈরি করা যাবে না।

Aadhaar card eligibility for indian

প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

নতুন আধার কার্ড বানানোর যোগ্যতা

  • ভারতের যেকোনো মানুষ (নবজাতক, নাবালক, নাবালিকা) আধার কার্ড আধার কার্ড তৈরির জন্য যোগ্য।
  • ৫ বছরের কম বয়সী শিশুদের বাল আধার কার্ড (Baal Aadhaar Card) আছে।
  • ১২ মাসের বেশি সময় ধরে বসবাসকারী NRI ও বিদেশিরা আধার কার্ড তৈরি করতে পারবেন।
  • ১৮০ দিনের বসবাসকারী ভারতীয় পাসপোর্ট যাদের আছে তাদের জন্য আধার কার্ড আবশ্যিক।

👉 Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন

👉 PM Kisan Yojana Latest News – পিএম কিষাণ যোজনার ১৪তম কিস্তির টাকা আসছে, তালিকায় রয়েছে তো আপনার নাম?

👉 Lakshmir Bhandar – বিরাট সুখবর! স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও এবার থেকে মিলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

👉 LPG Gas New Subsidy – এবার থেকে প্রতিমাসে ২০০ টাকা করে ভর্তুকি মিলবে রান্নার গ্যাসে, বিরাট ঘোষণা কেন্দ্রের

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin