Ration Card Update: বন্ধ হতে পারে ডিজিটাল রেশন কার্ড! এপ্রিল মাসের আগে এই কাজটি সেরে ফেলুন

রেশন কার্ড (Ration Card) নিয়ে বড় বিপদের সম্মুখীন হতে চলেছেন পশ্চিমবঙ্গের মানুষ। চলতি মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে এই গুরুত্বপূর্ন কাজটি না করলে সামনের মাস থেকে আপনার ডিজিটাল রেশন কার্ড বন্ধ হওয়ার সাথে সাথে, আর রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন না। এই গুরুত্বপূর্ন কাজটি চলতি মাসের মধ্যেই সেরে ফেলতে নির্দেশ দিয়েছে রাজ্য খাদ্য সরবরাহ দপ্তর। তবে কেন আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে তা জানেন? শুধুমাত্র একটা লিংকের অভাবে আপনার ডিজিটাল রেশন কার্ড সামনের মাস থেকে বন্ধ হয়ে যেতে পারে।

অনেক আগে ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার নির্দেশ দিয়েছিল Department of Food & Supplies, Govt. of West Bengal. তবে দেখা গেছে এখনও পর্যন্ত বহু গ্রাহক নিজেদের রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করেননি। এই পরিস্থিতিতে এপ্রিল মাসকে শেষ সময়সীমা হিসেবে ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে এপ্রিল মাসের মধ্যে রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক করে ফেলতে হবে। নাহলে সামনের মাস অর্থাৎ মে মাস থেকে ডিএক্টিভেট বা নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার ডিজিটাল রেশন কার্ড। ফলে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন না।

রেশনের সমস্ত সুযোগ সুবিধা বহাল রাখতে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা আছে কিনা তা যাচাই করে নেবেন। আপনি আগে রেশন ও আধার লিঙ্ক করেছিলেন কিন্তু কোনো কারণে সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়নি অথবা আপনার রেশন কার্ড ইতিমধ্যেই Deactivate হয়ে থাকলে নিচের পদ্ধতির মাধ্যমে ডিজিটাল রেশন কার্ডটিকে পুনরায় Activate অথবা সক্রিয় করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সমস্ত পদ্ধতি সম্পর্কে।

প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক আছে কিনা জানার পদ্ধতি

আপনার ডিজিটাল রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক আছে কিনা জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন –

১) প্রথমে পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in -এর হোমপেজে প্রবেশ করুন।

২) এরপর RATION CARD অপশনে ক্লিক করে Check The Status of Your Ration Card এই অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে রেশন কার্ড নম্বর, রেশন কার্ডের ক্যাটাগরিক্যাপচা কোড লিখে Search অপশনে ক্লিক করুন।

৪) এরপর Aadhaar SeededYes এবং StatusActive লেখা থাকলে বুঝবেন আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে। যদি Deactivate লেখা থাকে তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন।

কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করবেন?

রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে কি করতে হবে?

আপনার ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকলে আপনাকে আর কিছু করতে হবে না। আর যদি লিঙ্ক না করা থাকে তাহলে আপনাকে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে হবে। কিভাবে করবেন নিচের পদ্ধতি অনুসরণ করুন –

১) আপনার রেশন কার্ড স্ট্যাটাস Deactivate দেখালে পুনরায় সক্রিয় করতে পাশে থাকা Do E-KYC অপশনে ক্লিক করতে পারেন অথবা

এর অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in -এর হোমপেজে প্রবেশ করুন।

২) এরপর RATION CARD অপশনে ক্লিক করে Link Aadhaar and Mobile No. with Ration Card ক্লিক করুন।

৩) এরপর Link Aadhaar with Deactivated / Newly approved cards অপশনে ক্লিক করুন।

৪)এবার আরেকটি নতুন পেজ খুলবে, সেখানে রেশন কার্ড নম্বর, ক্যাটাগরি লিখে Search অপশনে ক্লিক করুন।

৫) এরপর আপনার রেশন কার্ড সংক্রান্ত তথ্য আসবে। সেখানে নিচের দিকে থাকা Link Aadhaar & Mobile Number অপশনে ক্লিক করুন।

৬) এরপর আধার নম্বর লিখে Send OTP অপশনে ক্লিক করুন। আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি লিখে Submit অপশনে ক্লিক করুন।

৭) এরপর সব কিছু ঠিকঠাক থাকলে Verify and Submit অপশনে ক্লিক করুন। আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক হলে রেশন ও আধার লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন হবে।

রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক প্রক্রিয়া সফল হলে আপনার নিষ্ক্রিয় হয়ে যাওয়া ডিজিটাল রেশন কার্ডটি আবার সক্রিয় হয়ে যাবে। রেশন কার্ড সক্রিয় হয়ে গেলে আবারো আগের মতোই রেশন ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন। যার এখনো পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি, রেশন কার্ড যাতে নিষ্ক্রিয় না হয়, রেশন সামগ্রী পাওয়া অব্যাহত রাখতে যত শীঘ্র সম্ভব এপ্রিল মাসের মধ্যে রেশন-আধার লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন করুন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin