দুয়ারে সরকার প্রকল্পের নতুন ওয়েবসাইট, টাকা কবে পাবেন চেক করুন স্ট্যাটাস

গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা ওয়ার্ড স্তরে আয়োজিত আউটরিচ ক্যাম্পের মাধ্যমে জনগণের দোরগোড়ায় রাজ্য সরকারের সুনির্দিষ্ট প্রকল্প পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের একটি উদ্যোগ “দুয়ারে সরকার“, যা 30 দিনের মধ্যে বিস্তৃত।

আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে কোনো প্রকল্প / ভাতা / স্বাস্থ্য সাথী কার্ড / স্কলারশিপ ইত্যাদির জন্য আবেদন করে থাকেন। তাহলে আপনি এখন বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন।

আপনার করা আবেদনটি Approved হয়েছে নাকি Pending এ রয়েছে নাকি Reject হয়েছে, এখন এই স্ট্যাটাস আপনি আপনার মোবাইল ফোন দিয়ে চেক করতে পারবেন।

তাই কিভাবে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করবেন সেই সম্পর্কে আমরা নীচে বিস্তারিত আলোচনা করেছি। প্রক্রিয়াটি জানতে আমাদের এই আর্টিক্যালটি শেষ পর্যন্ত পড়তে হবে।

Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন

Duare Sarkar Application Status Check Online

১) সবার প্রথমে আপনাকে দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে,

২) এরপর Check Your Application Status অপশনে ক্লিক করুন,

৩) এরপর 1 লেখাতে ক্লিক করুন,

৪) এর পরবর্তী পেজে আপনার রেজিস্টার্ড মোবাইল এবং কোন প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান তা সিলেক্ট করে Submit অপশনে ক্লিক করুন,

৫) এরপর আপনার সামনে এর স্ট্যাটাস চলে আসবে যে আপনার আবেদন এপ্রুভ হয়েছে নাকি বাতিল নাকি পেন্ডিং এ রয়েছে।

Important Links 

Official WebsiteClick Here
Join Our Telegram ChannelClick Here

Medhashree Prakalpa: রাজ্য সরকারের নতুন প্রকল্পের ঘোষণা। প্রত্যেক ছাত্র-ছাত্রীরা পাবে ৮০০ টাকা

মানবিক প্রকল্পে দিচ্ছে প্রতি মাসে ১০০০ টাকা, এই ভাবে আবেদন করুন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin