মানবিক প্রকল্পে দিচ্ছে প্রতি মাসে ১০০০ টাকা, এই ভাবে আবেদন করুন।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের প্রতিবন্ধীদের জন্য মাসিক ভাতা প্রদানের জন্য একটি প্রকল্প কার্যকরী করেছে। এই প্রকল্পটি হলো মানবিক প্রকল্প (Manabik Prakalpa)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ২ লক্ষেরও বেশি প্রতিবন্ধী উপকৃত হচ্ছেন। রাজ্য সরকারের তরফে এই প্রকল্পে প্রতি মাসে ১ হাজার টাকা করে বার্ষিক ১২ হাজার টাকা আর্থিকভাবে সাহায্য করা হয়ে থাকে। তবে এক্ষেত্রে জেনে নেওয়া যাক এই প্রকল্পের অধীনে কিভাবে আবেদন করবেন, আবেদনের ক্ষেত্রে যোগ্যতা এবং ডকুমেন্টস কি লাগবে।

মানবিক প্রকল্পে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে।
  • ৪০ শতাংশ অক্ষম এমন প্রতিবন্ধী ব্যক্তি এই প্রকল্পে আবেদনের যোগ্য।
  • প্রতিবন্ধী শংসাপত্র থাকতে হবে।
  • আবেদনকারী যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের তরফ থেকে অন্য কোনো ভাতা পেয়ে থাকেন, তবে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

রাজ্যের বেকার যুবক-যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন, এখনই আবেদন করুন

মানবিক প্রকল্পে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আবেদনকারীর আধার কার্ড বাধ্যতামূলক থাকতে হবে।
  • প্রয়োজন হলে প্যান কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড প্রয়োজন হতে পারে।
  • প্রতিবন্ধী সার্টিফিকেট থাকতে হবে।
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি।
  • আবেদনকারীর পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র থাকতে হবে।
  • আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশ বই।

মানবিক প্রকল্পে আবেদনের পদ্ধতি

  • পশ্চিমবঙ্গ মানবিক প্রকল্পে (Manabik Prakalpa) অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • পঞ্চায়েত অঞ্চলের বসবাসকারীদের বিডিও অফিসে গিয়ে আবেদন করতে হবে।
  • পৌরসভা অঞ্চলের বসবাসকারীদের মহকুমা অফিসে গিয়ে আবেদন করতে হবে।
  • এছাড়াও “দুয়ারে সরকার” – এর ক্যাম্পের মাধ্যমে আবেদন করতে পারেন।
  • বিডিও বা মহকুমা বা দুয়ারে সরকারের ক্যাম্প থেকে এই প্রকল্পের জন্য আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন।
  • এরপর আবেদন ফর্মে নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আরও অন্যান্য তথ্য লিখতে হবে।
  • এরপর আপনি যেখানে থেকে ফর্মটি সংগ্রহ করেছেন সেখানে ফর্মটি জমা করতে হবে।

এই নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, সঙ্গে থাকুন এই ধরনের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন করুন এবং পেয়ে যান আপনার মেয়ের নামে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা

নতুন প্যান কার্ড আবেদন করেছেন কিন্তু আসতে দেরি হচ্ছে! এইভাবে করুন স্ট্যাটাস চেক

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin