DBS Scholarship এ আবেদন করে পেয়ে যান বছরে 20 হাজার টাকা।

আমাদের দেশে নানান বেসরকারি কোম্পানি নানা ধরনের স্কলারশিপ করে থাকে। DBS Bank তরফে এক বিশেষ স্কলারশিপ চালু করা হয়েছে। এই স্কলারশিপটি DBS Scholarship নামে পরিচিত। দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কলারশিপের অধীনে ছাত্র-ছাত্রীরা স্কলারশিপের টাকা পেয়ে থাকে। এই স্কলারশিপের অধীনে বার্ষিক ২০,০০০ টাকা থেকে দেওয়া হয়ে থাকে। চলুন তাহলে জেনে নেওয়া এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা ও নথি এবং আবেদন পদ্ধতি সম্পর্কে।

DBS Scholarship এ সুবিধা

এই স্কলারশিপের অধীনে বার্ষিক ২০,০০০ টাকা করে ৩ বছর পর্যন্ত পাওয়া যাবে।

DBS Scholarship এ আবেদনের ক্ষেত্রে যোগ্যতা

  • আবেদনকারীকে ভারতের এই রাজ্যের বাসিন্দা হতে হবে – তামিলনাড়ু, কেরালা, কর্নাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, পদুচেরি।
  • আবেদনকারীকে অবশ্যই নবম শ্রেণী বা দশম শ্রেণীতে পাঠরত হতে হবে।
  • অভিভাবক যদি DBS Bank, Buddy4study এর কর্মী হয়ে থাকেন তবে আবেদন করতে পারবেন না।

India Post GDS Recruitment 2023: ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ। মধামিক পাশে আবেদন করুন

সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন করুন এবং পেয়ে যান আপনার মেয়ের নামে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা

DBS Scholarship এ আবেদনের প্রয়োজনীয় নথি

  • পূর্ববর্তী শ্রেণীর মার্কশিট,
  • আবেদনকারীর আধার কার্ড,
  • বর্তমান বছরের ভর্তির প্রমাণ (ফি রশিদ/ভর্তি পত্র/প্রতিষ্ঠানের পরিচয়পত্র),
  • আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ (বা অভিভাবকের),
  • আবেদনকারীর ফটো।

DBS Scholarship এ আবেদন পদ্ধতি

  1. এই স্কলারশিপের জন্য আবেদন সম্পূর্ন অনলাইন মাধ্যমে করতে হবে,
  2. প্রথমে https://www.buddy4study.com/page/dbs-scholarship-program ওয়েবসাইটে যেতে হবে,
  3. এরপর Apply Now অপশনে ক্লিক করতে হবে,
  4. ক্লিক করার পর Login করতে হবে,
  5. এরপর Start Application অপশনে ক্লিক করতে হবে,
  6. এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে,
  7. প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে,
  8. এরপর শর্তাবলী ঠিক করে পড়ে নিতে হবে,
  9. সবশেষে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আবেদনটি সম্মান হবে,
  10. এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেইল আইডিতে আবেদন সম্পর্কিত তথ্য পাঠিয়ে দেওয়া হবে।

DBS Scholarship এ আবেদনের সময়সীমা

DBS Scholarship এর জন্য ছাত্রহছাত্রীরা 05/02/2023 এর মধ্যে আবেদন করতে পারবেন।

এই ধরনের আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।

Important Links

Apply NowClick Here
Join Our Telegram ChannelJoin Now

Reliance Scholarship: রিলায়েন্স স্কলারশিপে আবেদন করুন এবং পেয়ে যান ৬ লক্ষ টাকা

Medhashree Prakalpa: রাজ্য সরকারের নতুন প্রকল্পের ঘোষণা। প্রত্যেক ছাত্র-ছাত্রীরা পাবে ৮০০ টাকা

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin