ডিস্ট্রিক্ট ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার দপ্তরের তরফে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে নিয়োগ করা হবে। এখানে কোনও রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতন সহ বিস্তারিত তথ্য জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Advertisement No. | — |
নিয়োগকারী সংস্থা | Deputy Director of Agriculture (Admn), Kalimpong |
পদের নাম | Data Entry Operator (DEO) |
মোট শূন্যপদ | ২ টি |
বেতন (₹) | ১৫,০০০/- |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৭ এপ্রিল, ২০২৩ |
অফিসিয়াল সাইট | kalimpong.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Agriculture Department Data Entry Operator Recruitment 2023
পদের নাম– Data Entry Operator (DEO)
মোট শূন্যপদ– মোট ২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা– উক্ত পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার অপারেটিং সমন্ধে অভিজ্ঞতা সহ সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় কৃষি উন্নয়নমূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা– এছাড়াও প্রার্থীকে ৫ বছরের ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা– অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো বয়সসীমা উল্লেখ করা নেই।
বেতন– প্রতি মাসে ১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় Axis Bank -এ প্রচুর স্টাফ নিয়োগ, মাসিক বেতন ১৮ হাজার টাকা থেকে শুরু
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করতে হবে। এরপর আবেদনপত্রটি উপযুক্ত তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে হবে। এরপর আবেদনপত্র অফিসে গিয়ে বা স্পীড পোস্টে পাঠাতে হবে।
অথবা, ইন্টারভিউয়ের নির্দিষ্ট স্থান ও সময়ে আবেদনপত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টের অরিজিনাল কপি নিয়ে হাজির হতে হবে।
ইন্টারভিউ স্থান
Office of the Deputy Director of Agriculture (Admn), Kalimpong, Sailabash, 9th Mile, PO & Dist: Kalimpong PIN – 734301
ইন্টারভিউ তারিখ ও সময়
ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল ২০২৩, দুপুর ২ টা থেকে।
নিয়োগ প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, এক নজরে দেখে নিন (April)
👉 মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে বড় ঘোষণা করলো পর্ষদ ও সংসদ
👉 জেলা স্বাস্থ্য দপ্তরে আশা কর্মী নিয়োগ, ১৫ মে পর্যন্ত আবেদন চলবে
👉 Lottery Winning: লটারিতে এক কোটি টাকা জিতলে ঠিক কত টাকা হাতে আসে? 99% লোকই জানে না