পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তর (WBSETCL) এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বিভিন্ন পদে মোট ১৯৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আগামী ১৯ মে ২০২৩ তারিখের মধ্যে WBSETCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শূন্যপদের বিবরণ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। (WBSETCL Recruitment 2023)
Advertisement No. | REC/2023/01 |
নিয়োগকারী সংস্থা | West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL) |
পদের নাম | বিভিন্ন পদ |
মোট শূন্যপদ | ১৯৮ টি |
নিযোগস্থল | পশ্চিমবঙ্গ |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৯ মে, ২০২৩ |
অফিসিয়াল সাইট | www.wbsetcl.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
WBSETCL Recruitment 2023
পদের বিবরণ –
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
Assistant Manager (HR&A) | ১০ |
Assistant Engineer (Elect.) | ২৫ |
Assistant Engineer (IT&CS) | ৬ |
Assistant Engineer (Civil) | ২০ |
Junior Executive (F&A) | ১১ |
Junior Executive (Stores) | ১১ |
Junior Engineer (Civil) Gr.-II | ৩০ |
Office Executive | ৬০ |
Technician Gr.-III | ২৫ |
মোট শূন্যপদ | ১৯৮ টি |
শিক্ষাগত যোগ্যতা– WBSETCL Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি পদে আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত জানতে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
বয়সসীমা– আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী। পশ্চিমবঙ্গ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, এক নজরে দেখে নিন (April)
আবেদন পদ্ধতি
- এখানে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য প্রথমে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.wbsetcl.in/career.php) -এ যেতে হবে অথবা নিচের লিংকে ক্লিক করে আবেদন করতে পারেন।
- এরপর পদের নাম সিলেক্ট করে, প্রার্থীর নাম, মোবাইল নম্বর, মোবাইল নম্বর দিয়ে Registration করতে হবে।
- রেজিস্ট্রেশন করার পর User ID ও Password প্রদত্ত ইমেইল এবং মোবাইল নম্বরে পাঠানো হবে।
- এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- এরপর অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- এরপর অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
- *মোবাইল থেকে আবেদন করতে চাইলে ব্রাউজারে তিনটে ডটে ক্লিক Desktop মোড ON করে নেবেন। তবে এর অফিসিয়াল ওয়েবসাইটটি ভালোভাবে প্রদর্শিত হবে।
নিয়োগ প্রক্রিয়া
কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।
আবেদন ফি

গুরুত্বপূর্ন তারিখ
- আবেদন শুরু – ২৬ এপ্রিল, ২০২৩
- আবেদন শেষ – ১৯ মে, ২০২৩
আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি (Short):- Download PDF
- অফিসিয়াল বিজ্ঞপ্তি (Detailed):- Download
- আবেদন লিঙ্ক:- Apply Now
- অফিসিয়াল ওয়েবসাইট:- Visit Now
MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় Axis Bank -এ প্রচুর স্টাফ নিয়োগ, মাসিক বেতন ১৮ হাজার টাকা থেকে শুরু
👉 BSF Recruitment 2023: মাধ্যমিক পাশে ভারতীয় সেনা নিয়োগ, বিস্তারিত জেনে ঝটপট করুন আবেদন
👉 কৃষকদের জন্য বিরাট সুখবর! পিএম কিষাণের ১৪তম কিস্তিতে দ্বিগুণ টাকা পাবেন