CMOH Nadia Recruitment 2023: নদিয়া জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স সহ আরো বিভিন্ন পদে নিয়োগ করা হবে। সমস্ত পদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
শূন্যপদের বিবরণ
পদের নাম | মোট শূন্যপদ |
Medical Officer | ৪৩ |
Staff Nurse (Polyclinic, Thalassemia, NUHM, UHWC) | ৬৫ |
Community Health Assistant | ৪৪ |
Specialist Medical Officer (Medicine, Paediatrics, G & O, Ophthalmologist) | ৩১ |
Counsellor | ৫ |
Block Epidemiologist | ৪ |
Laboratory Technician | ৯ |
Block Data Manager | ৪ |
Block Public Health Manager | ৫ |
Pharmacist (NUHM) | ১০ |
Medical Officer (NUHM) | ৫ |
Senior Treatment Supervisor | ২ |
Multi Tasking Staff (Ayush) | ১ |
Accountant (Ayush) | ১ |
Lab Technician ICTC | ৩ |
Others | ১২ |
মোট শূন্যপদের সংখ্যা | ২৪৪ টি |
শিক্ষাগত যোগ্যতা
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক, GNM, MBBS, B.Sc, Diploma, ANM, BHMS, Post Graduation পাশ করে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা আরও বিস্তারিত জানতে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
উচ্চমাধ্যমিক পাশে EPFO-তে 2800+ শূন্যপদে নিয়োগ, প্রতিমাসে বেতন 25,500 টাকা
বয়সসীমা
প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বয়সসীমা রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
বেতন
প্রতিমাসে বেতন ১০,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
আবেদন পদ্ধতি
- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.wbhealth.gov.in/ এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, জন্ম তারিখ, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল আইডি, কোন পদের জন্য আবেদন করছেন, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত তথ্য পূরণ করতে হবে।
- এরপর আবেদন ফি জমা করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
আবেদন ফি
- UR – ১০০ টাকা
- SC,ST,OBC – ৫০ টাকা
আবেদনের শেষ তারিখ
CMOH Nadia Recruitment 2023 অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী সমস্ত পদের ক্ষেত্রে অনলাইন আবেদনের শেষ তারিখ আগামী ৫ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত।
Important Links
OFFICIAL NOTIFICATION (1):- DOWNLOAD PDF
OFFICIAL NOTIFICATION (2):- DOWNLOAD PDF
APPLY NOW:- CLICK HERE
MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
📌 এক্সিস ব্যাঙ্কে শতাধিক শূন্য পদে নিয়োগ, প্রতিমাসে বেতন 14 হাজার টাকা
📌 বন্ধন ব্যাঙ্কে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
📌 Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন