EPFO Recruitment 2023: কেন্দ্রীয় সরকারের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) মাধ্যমে 2859 শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রফার পদে নিয়োগ করা হবে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে 27 মার্চ 2023 তারিখ থেকে। যেকোনও ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
EPFO Recruitment 2023 – Overview
নিয়োগকারী সংস্থা | Employees’ Provident Fund Organization |
পদের নাম | Social Security Assistant & Stenographer |
মোট শূন্যপদ | 2859 |
চাকরির ধরন | Govt Job |
নিয়োগ প্রক্রিয়া | Prelims, Maina and Skill Test |
আবেদন মাধ্যম | Online |
Official Website | @https://www.epfindia.gov.in |
MORE JOB UPDATE | CLICK HERE |
পদের নাম
- Social Security Assistant (SSA)
মোট শূন্যপদ
এই পদের ক্ষেত্রে মোট শূন্যপদ হলো – 2674 টি
শিক্ষাগত যোগ্যতা
- প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Bachelor’s Degree করে থাকতে হবে।
- পাশাপাশি কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে 35 টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে 30 টি শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা
প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে 26 এপ্রিল 2023 তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন
পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত।
ভারতীয় ডাক বিভাগে প্রচুর গ্রুপ-ডি পদে নিয়োগ, যোগ্যতা- মাধ্যমিক পাশ
পদের নাম
- Stenographer
মোট শূন্যপদ
এই পদের ক্ষেত্রে মোট শূন্যপদ হলো – 185 টি
শিক্ষাগত যোগ্যতা
- আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাস করে থাকতে হবে।
- পাশাপাশি কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে 26 এপ্রিল 2023 তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন
পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত।
আবেদন পদ্ধতি
- আগ্রহী প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে পারবেন।
- এরপর আবেদন ফি জমা করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের লিখিত পরীক্ষা (Prelims & Mains) ও Skill Test -এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন ফি
- SC/ST/PwBD/Female/ Ex-Serviceman – NIL
- All other candidates – Rs 700/-
গুরুত্বপূর্ণ তারিখ
- EPFO Recruitment 2023 বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ – 22 মার্চ 2023
- আবেদন শুরু তারিখ – 27 মার্চ 2023
- আবেদন শেষ তারিখ – 26 এপ্রিল 2023
Important Links
- Apply Now:- https://www.epfindia.gov.in / http://recruitment.nta.nic.in
- MORE JOB UPDATE:- Click Here
Notification

বিরাট বড় ঘোষণা! ফের প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলো, কত দিন বাড়লো দেখুন
FAQs – EPFO Recruitment 2023
Is EPFO Recruitment 2023 out for SSA and Stenographer posts?
Yes, EPFO Recruitment 2023 is out on 22 March 2023 for SSA and Stenographer posts.
What is the total vacancy for EPFO recruitment 2023?
The total EPFO notification 2023 vacancy is 2859.
What are the application fees for EPFO Recruitment 2023?
Candidates can check the category-wise application fees for EPFO Recruitment 2023 in the given above post.
What is the age limit to apply for EPFO SSA recruitment 2023 notification pdf?
Between 18 to 27 years.
What is the last date to apply online for EPFO Recruitment 2023?
The last date to apply online for EPFO Recruitment 2023 is 26 April 2023.
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
📌 প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?
📌 শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের আর্থিক সাহায্য দিতে চলেছে রাজ্য সরকার, আবেদন করুন এক্ষুনি