ভারতীয় ফুড করপোরেশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, প্রতিমাসে বেতন ৬০,০০০ টাকা | FCI Recruitment 2023

FCI Recruitment 2023: ভারতীয় ফুড করপোরেশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

FCI Recruitment 2023 – Overview

নিয়োগকারী সংস্থাFood Corporation of India (FCI)
পদের নামAssistant General Manager (Civil Engineering / Electrical Mechanical)
মোট শূন্যপদ46
FCI Recruitment 2023 আবেদন শেষ তারিখ31.03.2023
FCI Recruitment 2023 আবেদন মাধ্যমOffline
নিয়োগ প্রক্রিয়াPersonal Interview
Official Websitefci.gov.in
MORE JOB UPDATECLICK HERE

শূন্যপদের বিবরণ

পদের নামশূন্যপদ
Assistant General Manager (Civil Engineering)২৬
Assistant General Manager (Electrical Mechanical)২০
মোট শূন্যপদ৪৬ টি

পরিবারে কন্যা সন্তান থাকলেই SBI দেবে ১৫ লক্ষ টাকা, কিভাবে সুবিধা পাবেন? জেনে নিন

শিক্ষাগত যোগ্যতা

  • Assistant General Manager (Civil Engineering) পদের ক্ষেত্রে প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Civil Engineering -এ ডিগ্রি করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • Assistant General Manager (Electrical Mechanical) পদের ক্ষেত্রে প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Electrical Engineering বা Mechanical Engineering -এ ডিগ্রি করা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স

ভারতীয় ফুড করপোরেশনের নিয়ম অনুযায়ী বয়স হতে হবে।

বেতন

উপরোক্ত দুটি পদের ক্ষেত্রে পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে।

উচ্চমাধ্যমিক পাশে EPFO-তে 2800+ শূন্যপদে নিয়োগ, প্রতিমাসে বেতন 25,500 টাকা

আবেদন পদ্ধতি

  • FCI Recruitment 2023 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
  • নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
  • এরপর আবেদনপত্র প্রিন্টআউট করতে হবে।
  • আবেদনপত্রে প্রার্থীর নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, জেন্ডার, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত বিবরণ প্রদান করতে হবে।
  • প্রার্থীর সাম্প্রতিক ছবি সাক্ষর সহ অ্যাটাচ করতে হবে।
  • এরপর নির্দিষ্ট ঠিকানা পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Deputy General Manager (Estt-I), Food Corporation Of India, Headquarters, 16-20 Barakhamba Lane, New Delhi- 1100001

নিয়োগ প্রক্রিয়া

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান

কলকাতা, ভুবনেশ্বর, দিল্লি, চেন্নাই, মুম্বাই, গুয়াহাটি, চণ্ডীগড়, সিমলা, জয়পুর, লখনউ, জম্মু কাশ্মীর, দেহরাদুন, পাঁচকুলা, শিলং, অমরাবতী, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, রায়পুর, ভোপাল, পাটনা, রাঁচি, ইটানগর, ইম্ফল, দিমাপুর, ইত্যাদি।

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন অর্থাৎ ৩১ মার্চ ২০২৩ তারিখ।

Important Links – FCI Recruitment 2023

OFFICIAL NOTIFICATION + APPLICATION FORM:- DOWNLOAD PDF

MORE JOB UPDATE:- CLICK HERE

📌 উচ্চমাধ্যমিক পাশে স্থায়ী সরকারি চাকরি, ২০০টি শূন্যপদ, প্রতিমাসে বেতন ১৯,৯০০ টাকা, ক্লিক করে জেনে নিন আবেদন পদ্ধতি

📌 BSNL এ কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ চলছে

📌 হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেডে কর্মী নিয়োগ

📌প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin