লক্ষ্মীর ভান্ডারের টাকা পান? বিরাট বড় সুখবর, এবার 60 বছর পেরোলেও পাবেন টাকা।

Updated on:
lakshmir bhandar allocation increase 2023

রাজ্যের বাজেটে বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এত দিন ধরে 25 থেকে 60 বছর বয়সী সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 500 টাকা এবং তপসিলি মহিলারা 1000 টাকা করে পেতেন। এর আগে মহিলাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন না।

- Advertisement -

কিন্তু এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রাপকদের বয়স 60 বছর পার হলেও যাতে তাদের ভাতা বন্ধ না হয় সেই কারণেই তারা স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং প্রতি মাসে 500 -র বদলে 1000 টাকা করে পাবেন।

Medhashree Prakalpa: রাজ্য সরকারের নতুন প্রকল্পের ঘোষণা। প্রত্যেক ছাত্র-ছাত্রীরা পাবে ৮০০ টাকা

- Advertisement -

রাজ্য সরকারের তরফে মৎস্যজীবীদের জন্য এক নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। প্রকল্পটির নাম হলো মৎস্যজীবী বন্ধু। এক্ষেত্রে মৎস্যজীবীদের বয়স 18 থেকে 60 বছর হতে হবে। মৎস্যজীবীদের অকালমৃত্যুতে তাদের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে রাজ্য সরকারের তরফে।

- Advertisement -

আরও পড়ুন – রাজ্যের যুবক যুবতীদের 1500 টাকা করে দিচ্ছে সরকার। রইলো আবেদন পদ্ধতি।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush