PM Kisan Beneficiary Status Check 2023: আমরা এই আর্টিক্যালে আপনাকে PM Kisan Yojana Beneficiary Status Check 2022 সম্পর্কে বিশদভাবে বলব।
পি.এম কিষাণ যোজনার আওতায় বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করার আগে আপনাকে প্রথমে পি.এম রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্টার্ড মোবাইল নাম্বার প্রস্তুত রাখতে হবে, যাতে আপনি পোর্টালে লগইন করে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারেন। আসুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক বিস্তারিত প্রসেস।
এই আর্টিক্যালের শেষে আমরা আপনাকে Quick Links প্রদান করব, যাতে আপনি এর সম্পূর্ন সুবিধা পেতে পারেন।
PM Kisan Beneficiary Status Check 2022 – Overview
Name of Scheme | PM Kisan Yojana |
Name of the Article | PM Kisan Beneficiary Status Check 2023? |
Type of Article | Latest Update |
Mode | Online |
Year | 2023 |
Mode of Payment? | Aadhar Mode |
Official Website | Click Here |
How to Check Beneficiary Status of PM Kisan Yojana ?
PM Kisan Beneficiary Status Check করার জন্য আপনাকে প্রথমে নিচের স্টেপগুলো ফলো করতে হবে –
- PM Kisan Yojana বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে যেতে হবে,

- হোম পেজে আসার পর আপনি FARMERS CORNER সেকশনে Beneficiary Status অপশন পাবেন, আপনাকে এটিতে ক্লিক করতে হবে,
- ক্লিক করার পর আপনার সামনে এই রকমের একটি নতুন পেজ খুলে আসবে –

- এখন এখানে আপনাকে পি.এম রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্টার্ড মোবাইল নাম্বার লিখতে হবে,
- এরপর OTP ভেরিফাই করতে হবে,
- OTP ভেরিফাই করার পর আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পাবেন।
এই ভাবে কিছু স্টেপ ফলো করে আপনি আপনার পি.এম কিষাণ যোজনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবেন এবং এর সম্পূর্ন সুবিধা পেতে পারবেন।
Aadhar Card New Update: পুরোনো আধার কার্ড ধারকদের জন্য বিরাট বড়ো খবর, শীঘ্রই আপডেট করুন
Quick Links – PM Kisan Beneficiary Status Check 2023
Official Website | Click Here |
Join Telegram Channel | Join Now |
Direct Link To Check Beneficiary Status | Click Here |