মাধ্যমিক পাশে বিদ্যুৎ দপ্তরে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১৯,৯০০ টাকা

ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনস্থ সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট (CPRI) -এ প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রান্তের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ আরো বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

Central Power Research Institute Recruitment 2023

Advertisement No.CPRI/01/2023
নিয়োগ সংস্থাCentral Power Research Institute (CPRI)
পদের নামবিভিন্ন পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ৯৯ টি
বেতন (₹)বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন বেতন
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৪ এপ্রিল ২০২৩
ক্যাটাগরিEngineering Job
ওয়েবসাইটcpri.res.in
হোয়াটসঅ্যাপJoin Now
টেলিগ্রামJoin Now

১) পদের নাম– Technician Grade 1

মোট শূন্যপদ– ২৪ টি।

শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারী প্রার্থীকে মাধ্যমিক পাশ সহ ITI থেকে ইলেকট্রিক্যাল ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।

মাসিক বেতন– ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা।

NPCIL -এ ইন্টারভিউয়ের মাধ্যমে ৩২৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ

২) পদের নাম– Scientific Assistant

মোট শূন্যপদ– ৪ টি।

শিক্ষাগত যোগ্যতা– যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে ফার্স্ট ক্লাস B.Sc সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন– ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা।

৩) পদের নাম– Engineering Assistant

মোট শূন্যপদ– ১৩ টি।

শিক্ষাগত যোগ্যতা– ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে ফার্স্ট ক্লাস তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন– ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা।

রাজ্যের পৌরসভাতে কর্মী নিয়োগ, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ

৪) পদের নাম– Engineering Officer Grade 1

মোট শূন্যপদ– ৪০ টি।

শিক্ষাগত যোগ্যতা– Electrical Engineering / Mechanical Engineering / Civil Engineering বিভাগে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে।

মাসিক বেতন– ৪৪,৯০০/- থেকে ১,৪২,৪০০/- টাকা।

৫) পদের নাম– Assistant Grade 2

মোট শূন্যপদ– ১৮ টি।

শিক্ষাগত যোগ্যতা– স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BA / B.Sc / B.Com / BBA / BCA ডিগ্রি থাকতে হবে এবং Grade-B সার্টিফিকেট সহ NIE প্রাপ্ত বেসিক কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

মাসিক বেতন– ২৫,৫০০/- থেকে ৮১,১০০/- টাকা।

বয়সসীমা

পদের নামবয়সসীমা
Technician Grade 1১৮ – ২৮
Scientific Assistant / Engineering Assistant১৮ – ৩৫
Engineering Officer Grade 1১৮ – ৩০
Assistant Grade 2১৮ – ৩০

আবেদন পদ্ধতি

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় নাম, ঠিকানা, বয়স, মোবাইল নম্বর, ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত তথ্য পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

নিয়োগ প্রক্রিয়া

পদের নামনিয়োগ প্রক্রিয়া
Technician Grade 1CBT, Trade Test
Scientific Assistant / Engineering AssistantCBT, Skill Test
Engineering Officer Grade 1GATE Score of the year 2021/ 2022/ 2023
Assistant Grade 2CBT

আবেদন ফি

Engineering Officer Grade 1, Scientific Assistant, Engineering Assistant১০০০/- টাকা
Technician Grade 1, Assistant Grade 2৫০০/- টাকা

গুরুত্বপূর্ন তারিখগুলি

আবেদনের শেষ তারিখ – ১৪ এপ্রিল ২০২৩

Important Links

Official Notification:- Download PDF

Apply Now:- Click Here

MORE JOB UPDATE:- CLICK HERE

👉 মাধ্যমিক পাশে CRPF-এ ৯২১২ শূন্যপদে কনস্টেবল নিয়োগ চলছে

👉 ICDS Recruitment 2023: রাজ্যে ব্লক ভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ, 256টি শূন্যপদ, যোগ্যতা 8th-10th পাশ

👉 PM Kisan Yojana Latest News – পিএম কিষাণ যোজনার ১৪তম কিস্তির টাকা আসছে, তালিকায় রয়েছে তো আপনার নাম?

👉 Krishak Bandhu – কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? স্ট্যাটাস চেক করুন

👉 মাত্র ৩৭৬ টাকা বিনিয়োগ করে প্রত্যেক মাসে মিলবে ১০,০০০ টাকা, শীঘ্রই আবেদন করুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

3 thoughts on “মাধ্যমিক পাশে বিদ্যুৎ দপ্তরে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১৯,৯০০ টাকা”

Leave a Comment

JoinJoin