BSK Online Apply 2023 – বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ 2023

BSK Online Apply 2023 – পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের নাগরিকদের সমস্ত সরকারি পরিষেবার সুবিধা প্রদানের জন্য বাংলা সহায়তা কেন্দ্র (Bangla Sahayata Kendra) চালু করা হয়েছিল। সরকারি প্রকল্প, আর্থিক লেনদেন, বিদ্যুৎ বিল পেমেন্ট এবং আরও অন্যান্য পরিষেবা প্রদান করা হয়। রাজ্য জুড়ে 3560 টিরও বেশি বাংলা সহায়তা কেন্দ্র (BSK) তৈরি হয়েছে। নতুন 1461 টি বাংলা সহায়তা কেন্দ্রে 2922 টি শূন্যপদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন করতে পারবেন। পদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

কোন পদে নিয়োগ করা হবে?

  • ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে নিয়োগ করা হবে

Bangla Sahayata Kendra মোট শূন্য পদ

নতুন 1461 টি বাংলা সহায়তা কেন্দ্রে মোট 2922 শূন্যপদে নিয়োগ করা হবে।

কেন্দ্রীয় সরকারের দপ্তরে 500 টিরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

Bangla Sahayata Kendra আবেদনের যোগ্যতা

  • পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • আধার কার্ড বা রাজ্য সরকার কর্তৃক জারি করা কোনো পরিচয়পত্র থাকতে হবে।
  • কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
  • কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী অর্থাৎ 15.03.2023 তারিখ অনুযায়ী।

আধার অফিসে একাধিক পদে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই

Bangla Sahayata Kendra বেতন

রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষা
  • কম্পিউটার বেসড টেস্ট (CBT)
  • ডকুমেন্টস ভেরিফিকেশন

আবেদন পদ্ধতি

  • বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  • Webel Technology Limited (WTL) -এর অফিসিয়াল ওয়েবসাইট www.wtl.co.in -এর হোম পেজে যেতে হবে।
  • এরপর মেনুবারে CAREER অপশনের অধীনে থাকা Current Opening অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত তথ্য প্রদান করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
  • এই ওয়েবসাইটে আপনাদের চোখ রাখতে হবে, আবেদন প্রক্রিয়া শুরু হলে আবেদনের অপশন দেখতে পাবেন।

Official Notification 👉 Download PDF

Apply Online 👉 Click Here

Q&A – BSK Online Apply 2023

BSK Full Form কি?

BSK এর পুরো নাম হলো “Bangla Sahayata Kendra”, যা বাংলাতে বলা হয় “বাংলা সহায়তা কেন্দ্র”।

বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট কি?

বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট হলো bsk.wb.gov.in  আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

BSK Online Apply করতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে?

BSK Onlin Apply করতে হবে Webel Technology Limited (WTL) -এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.wtl.co.in/ -এর মাধ্যমে।

আরও পড়ুন 👇

👉 বাংলা সহায়তা কেন্দ্রে ২৯২২ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

👉 WB Birth Certificate Online Apply 2023 : কিভাবে মোবাইল দিয়ে অনলাইনে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন?

👉 Medhashree Prakalpa: রাজ্য সরকারের নতুন প্রকল্পের ঘোষণা। প্রত্যেক ছাত্র-ছাত্রীরা পাবে ৮০০ টাকা

👉 12th পাশ যোগ্যতায় কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে Group-C পদে প্রচুর কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন 25,500 টাকা

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin