উচ্চমাধ্যমিক পাশে ICICI ব্যাঙ্কে জেলায় জেলায় নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

Published on:
ICICI Bank Job Recruitment

ICICI Bank Job Recruitment – পশ্চিমবঙ্গে জেলায় জেলায় ICICI Bank এর বিভিন্ন শাখায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কোনো প্রকারের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে।

- Advertisement -

কোম্পানির নাম – ABITO MARKETING PRIVATE LIMITED

পদের নাম – ICICI ব্যাঙ্কে DSA -এর জন্য নতুন প্রার্থী নিয়োগ।

- Advertisement -

সংস্থার ধরন – কোম্পানি

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বা গ্রাজুয়েট পাশ হতে হবে। পাশাপাশি প্রার্থীকে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ভালো কথোপকথন থাকতে হবে।

বয়স সীমা – প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে 25.02.2023 তারিখ অনুযায়ী।

মাসিক বেতন – মাসিক বেতন দেওয়া হবে 15,700 টাকা থেকে 25,500 টাকা।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে NCS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা সরাসরি HR কে ফোন করে।

নিয়োগ প্রক্রিয়া – আবেদনকারী প্রার্থীকে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

HR Contact Details –

Mobile Number – 9330563670

Email – banking.department30@gmail.com

নিয়োগ স্থান – Sarenga, Chapra, Chanak, Medinipur Ratudya, Berhampore

আবেদনের শেষ তারিখ – 16.03.2023

ব্যাঙ্ক অফ বরোদাতে কয়েকশো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ICICI Bank Job Recruitment – Important Links

Official Website + NotificationClick Here
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush