NIC Recruitment 2023: চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। কেন্দ্রীয় সরকারের National Informatics Centre (NIC) -এ বিভিন্ন পদে মোট 598 টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। সারা ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। NIC Recruitment 2023 -এ আবেদনের জন্য যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, আবেদনের শুরু ও শেষ তারিখ, মোট শূন্য পদ, আবেদন ফি, আবেদন পদ্ধতি সহ আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ন পড়ুন।
NIC Recruitment 2023 – Overview
নিয়োগকারী সংস্থা | National Informatics Centre (NIC) |
পদের নাম | Scientist-B, Officer/Engineer, Scientific/Technical Assistant |
মোট শূন্য পদের সংখ্যা | 598 |
বিজ্ঞপ্তি নম্বর | NIELIT/NIC/2023/1 |
অনলাইন আবেদন শুরু | 04.03.2023 |
অনলাইন আবেদন শেষ তারিখ | 04.04.2023 |
নিয়োগ স্থান | সমগ্র ভারত জুড়ে |
নিয়োগ প্রক্রিয়া | লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে |
NIC Recruitment 2023 Official Website | https://www.nielit.gov.in |
যে শূন্যপদে নিয়োগ হবে –
(১) Scientist-B
(২) Officer/Engineer
(৩) Scientific/Technical Assistant
মোট শূন্যপদ –
(১) Scientist-B শূন্যপদ ৭১ টি। (UR – 30, ST – 5, SC – 10, OBC – 19, EWS – 7)
(২) Scientific Officer/Engineer শূন্যপদ ১৯৬ টি। (UR – 81, ST – 14, SC – 29, OBC – 52, EWS – 28)
(৩) Scientific/Technical Assistant শূন্যপদ ৩৩১ টি। (UR – 134, ST – 24, SC – 49, OBC – 88, EWS – 32)

শিক্ষাগত যোগ্যতা –
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
Scientist-B | BE/B. Tech/ ME/M. Tech/ M. Sc/M. Phil degree in relevant discipline from a recognized University/Institute. |
Scientific Officer/Engineer | BE/B. Tech/ ME/M. Tech/ M. Sc/ MCA degree in relevant discipline from a recognized University/Institute. |
Scientific/Technical Assistant | BE/B. Tech/ ME/M. Tech/ M. Sc/ MCA degree in relevant discipline from a recognized University/Institute. |
বয়সসীমা –
উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ০৪.০৪.২০২৩ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।
বেতন –
(১) Scientist-B –
পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা বেতন দেওয়া হবে।
(২) Officer/Engineer –
পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা বেতন দেওয়া হবে।
(৩) Scientific/Technical Assistant –
পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি – NIC Recruitment 2023 Online Apply
এখানে আবেদনের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে। আবেদন করার পদ্ধতি নীচে দেওয়া হলো –
- প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.calicut.nielit.in/nic23/ -এ যেতে হবে।
- মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
- আবেদনকারীর সমস্ত তথ্য সঠিকভাবে লিখতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- এরপর আবেদন ফি জমা করতে হবে। (যদি প্রযোজ্য হয়)
- সবশেষে, সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
NIC Recruitment 2023 -এ আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস –
- জন্ম তারিখ প্রমাণপত্র
- শিক্ষাগত প্রমাণপত্র
- জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
- অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
- পাসপোর্ট সাইজের রঙিন ফটো (JPG ফরম্যাটে 50KB সাইজের মধ্যে হতে হবে)
- সিগনেচার (JPG ফরম্যাটে 20KB সাইজের মধ্যে হতে হবে), ইত্যাদি।
নিয়োগ পদ্ধতি –
- Examination
- Documents Verification
- Interview
আবেদন ফি –
- Gen/EWS/OBC – ৮০০/- টাকা।
- SC/ST/PwD/Female – আবেদন ফি লাগবে না।
- আবেদন ফি জমা করতে হবে Net Banking/Credit Card/Debit Card -এর মাধ্যমে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ম্যানেজার পদে কর্মী নিয়োগ, বেতন 14,000 টাকা
গুরুত্বপূর্ন তারিখ
অনলাইন আবেদন শুরু তারিখ | 04 March 2023, 10:00AM |
অনলাইন আবেদন শেষ তারিখ | 4 April 2023, 05:30PM |
পরীক্ষার তারিখ | will be announced later |
আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
Official Notification | Download PDF |
Online Apply | Apply Now |