আধার অফিসে একাধিক পদে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই | UIDAI Job Recruitment

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDA) তরফে একাধিক শুন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদগুলির নাম এবং শুন্য পদের সংখ্যা –

পদের নামশুন্য পদের সংখ্যা
Assistant Section Officer06
Accountants02
Technical Officer02
Junior Translation Officer01
মোট শুন্য পদ11 টি

রাজ্যে রূপশ্রী প্রকল্পে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, বেতন 15 হাজার টাকা, আবেদন করুন এখনই

আধার কার্ডে জন্ম তারিখ আপডেট করার লিমিট পেরিয়ে গেছে? মাত্র 24 ঘণ্টায় আপডেট হবে DOB

শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টেকনিক্যাল অফিসার পদের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি বিষয়ে ডিগ্রিধারী এবং দক্ষতা থাকতে হবে।

বয়স সীমা – প্রার্থীর বয়স হতে হবে 56 বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি – উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের লিঙ্কে ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করার সময় প্রার্থীর নাম, বাবার নাম, বয়স এবং সমস্ত তথ্য পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা – Director (HR),Unique Identification Authority of India, Regional office (UIDAI), Bangla Sahib Road, Behind Kali Mandir, Gole Market, New Delhi-l10001

আবেদনের শেষ তারিখ – আবেদন করতে হবে 02.03.2023 তারিখের মধ্যে।

বিশদে জানতে এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন – uidai.gov.in

BECIL – এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, প্রতি মাসে বেতন 25 হাজার টাকা

Official Notice + Application FormDownload
Join Our WhatsApp GroupJoin Now
Join Our Telegram ChannelJoin Now

Aadhaar DOB Limit Cross Solution – আধার কার্ডে জন্ম তারিখ আপডেট করার লিমিট পেরিয়ে গেছে? মাত্র 24 ঘণ্টায় আপডেট হবে DOB

LIC PAN Link – ঘরে বসে করে নিন নিজের এলআইসি পলিসির সঙ্গে প্যান লিঙ্ক, না করলে বাতিল হবে পলিসি।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin