আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর লিঙ্ক করা আছে? জেনে নিন এইভাবে

Published on:
Which mobile number is linked with Aadhaar card

বর্তমানে সকল ভারতীয় নাগরিকদের পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয় আধার কার্ড (Aadhaar Card)। জন্ম থেকে মৃত্যু, বর্তমানে এই আধার কার্ড ছাড়া কোনো কাজই সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের তরফে দেশের প্রত্যেক নাগরিকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড। 

- Advertisement -

আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে, তা জানার সহজ সুবিধা নিয়ে এলো UIDAI. কোথাও না গিয়ে বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে অনলাইনের মাধ্যমে জানতে পারবেন যে, আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে।

Mask Aadhaar Card ডাউনলোড করুন, অন্য কেউ আপনার আধার কার্ড অপব্যবহার করতে পারবে না

- Advertisement -

আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর লিঙ্ক করা আছে জেনে নিন

  • প্রথমে https://myaadhaar.uidai.gov.in/ এ যেতে হবে।
  • এরপর Verify Aadhaar অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার আধার নম্বর লিখে ক্যাপচা পুরন করে Proceed And Verify Aadhaar অপশনে ক্লিক করতে হবে।
  • ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে তার শেষ তিনটি সংখ্যা।

এই নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানাবেন। উপকৃত হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এই ধরনের আরও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট পোর্টালটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।

- Advertisement -

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush