পশ্চিমবঙ্গের জেলা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রান্তের প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে আগামী ২৫ মে, ২০২৩ তারিখের মধ্যে। আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে প্রদান করা হয়েছে।
Advertisement No. | 1024/BCW/CB |
নিয়োগকারী সংস্থা | Backward Classes Welfare Department, Cooch Behar |
পদের নাম | ADDITIONAL INSPECTOR |
মোট শূন্যপদ | ৬ টি |
বেতন (₹) | ১২,০০০/- |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৫ মে, ২০২৩ |
অফিসিয়াল সাইট | coochbehar.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Additional Inspector Recruitment Cooch Behar District
পদের নাম– ADDITIONAL INSPECTOR
মোট শূন্যপদ– ৬ টি
শিক্ষাগত যোগ্যতা– স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সহ পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা– আবেদনকারী প্রার্থীর বয়স ০১.০৫.২০২৩ তারিখ অনুযায়ী ৬৪ বছরের কম হতে হবে।
মাসিক বেতন– ১২,০০০/- টাকা।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে বিজ্ঞপ্তির মধ্যে থাকা আবেদনপত্র প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে জেলার নির্দিষ্ট অফিসে ‘পোস্ট বা কুরিয়ার বা ড্রপ boxe’ জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Office of the District Welfare Officer, Backward Classes Welfare, Ground floor of Kalyan Bhawan, Cooch Behar
প্রয়োজনীয় ডকুমেন্টস
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- পূর্বে কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
- ভোটার কার্ড/প্যান কার্ড ইত্যাদি
- PPO কপি
- কম্পিউটার সার্টিফিকেট
আবেদনের শেষ তারিখ
আবেদন করতে হবে আগামী ২৫ মে, ২০২৩ তারিখের মধ্যে।
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
- অফিসিয়াল বিজ্ঞপ্তি + আবেদনপত্র:- Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট:- Visit Now
- MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 ভারতীয় রেলে মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির বিরাট সুযোগ! ৩১৯০ টি শূন্যপদে নিয়োগ
👉 উচ্চমাধ্যমিক পাশে লাইব্রেরিয়ান পদে চাকরির সুযোগ, বেতন ২২ হাজার ৭০০ টাকা থেকে শুরু
👉 CID-তে দেড় লক্ষ টাকা বেতনে চাকরির সুযোগ, অনলাইন আবেদন করুন এক্ষুনি
👉 রেশন কার্ডের এই কাজটি সেরেছেন তো? নইলে আর ফ্রি-তে চাল-গম পাবেন না
👉 মাত্র ১০ মিনিটে, সম্পূর্ন বিনামূল্যে বানিয়ে নিন PAN কার্ড, নম্বর পাবেন তৎক্ষণাৎ