Aadhaar Card: 4 টি ভিন্ন ধরনের আধার কার্ড রয়েছে, জেনে নিন সবগুলোর বৈশিষ্ট্য

Updated on:
Aadhaar Card

Aadhaar Card: আজকের দিনে আধার কার্ড ছাড়া যেকোনো জরুরি কাজ যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সিম কার্ড কেনা, স্কুল-কলেজে ভর্তি এবং সরকারি প্রকল্পের সুবিধা নিতে সমস্যায় পড়তে হয়। আধার কার্ড অন্যান্য আইডি প্রুফের থেকে আলাদা হয়ে থাকে, কারন এটি প্রতিটি ব্যক্তির বায়োমেট্রিক তথ্য, আঙুলের ছাপ এবং রেটিনার তথ্য রেকর্ড করা থাকে। আধার কার্ড অন্যান্য আইডি প্রুফ যেমন প্যান কার্ড (PAN Card), রেশন কার্ড (Ration Card), ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) এর মত আইডি প্রূফের থেকে আধার কার্ড সম্পূর্ন আলাদা হয়ে থাকে।

- Advertisement -

আপনাকে বলে রাখি যে আধার নাম্বার একই থাকে, 4 টি উপায়ে ব্যাক্তি তার কাছে আধার কার্ড রাখতে পারেন যেমন সাধারন আধার কার্ড, ই-আধার কার্ড, PVC আধার কার্ড, m-Aadhaar কার্ড। যেখানে আপনার সমস্ত তথ্য একই থাকে কিন্তু কাছে রাখার উপায় আলাদা আলাদা হয়ে থাকে।

আজকের এই পোস্ট থেকে জানতে পারবেন আধার কার্ড কয় প্রকার এবং বৈশিষ্ট্যগুলির সম্পর্কে।

- Advertisement -

বিরাট বড় ঘোষণা! ফের প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলো, কত দিন বাড়লো দেখুন

- Advertisement -

4 টি ভিন্ন ধরনের আধার কার্ড

চার ধরনের আধার কার্ড এবং বৈশিষ্ট্য নীচে দেওয়া হলো –

আধার লেটার (Aadhaar Letter)

Aadhaar Letter UIDAI দ্বারা সমস্ত নাগরিকের বাড়ির ঠিকানায় পোস্টের মাধ্যমে পাঠায়। এতে একটি মোটা রঙিন কাগজে আধার নাম্বার, নাম, জন্ম তারিখ, ছবি, ঠিকানা এই সমস্ত তথ্য লেখা থাকে। UIDAI বিনা খরচে এই আধার কার্ড বানিয়ে বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেয়।

ই-আধার কার্ড (E-Aadhaar Card)

এটি একটি ইলেকট্রনিক আধার কার্ড হয়ে থাকে। এটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকে, যা PDF ফরম্যাটে হয়ে থাকে। এটি UIDAI ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। এই আধার কার্ডটিতে আধার নাম্বার, নাম, ঠিকানা সব লেখা থাকে। এই আধার কার্ডকে আরও সুরক্ষিত রাখতে UIDAI Masked E-Aadhaar-ও ইস্যু করে। এই কার্ডে শুধুমাত্র আধারের শেষ চারটি সংখ্যা লেখা থাকে। এতে আপনার আধার কার্ডের ডেটা চুরি হয় না।

PAN Card Update: এই কাজ না করলে বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড, বিপদ এড়াতে সতর্ক হোন।

পিভিসি আধার কার্ড (PVC Aadhaar Card)

এই আধার কার্ড এটিএম এবং প্যান কার্ডের মত প্লস্টিকের রঙিন কার্ড হয়ে থাকে। এই কার্ডে Digital QR Code প্রিন্ট করা থাকে, এতে আপনার সমস্ত তথ্য রয়েছে। PVC আধার কার্ড UIDAI-এর ওয়েবসাইট থেকে 50 টাকা ফি জমা দিয়ে বানাতে পারবেন।

এম-আধার কার্ড (M-Aadhaar Card)

এই আধার কার্ডের অর্থ হলো মোবাইলে আধার কার্ড। m-Aadhaar হলো একটি মোবাইল অ্যাপ, যার সাহায্যে আধার কার্ড Soft Copy হিসেবে সুরক্ষিত রাখা হয়। এই অ্যাপটি ফ্রীতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। m-Aadhaar -এ আপনি আপনার আধার ডিটেইলস পূরণ করে আধার কার্ড সেভ করে রাখতে পারেন। আপনি যদি আধার কার্ডে কোনো ধরনের আপডেট করেন, তাহলে MAadhaar কার্ড স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে।

Aadhaar Card Photo Update: আধার কার্ডে পুরোনো ছবি পছন্দ হচ্ছে না, বদলান এই সহজ উপায়ে

আর আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই, এখন বাড়িতে বসে মোবাইল দিয়ে আধার কার্ড সংশোধন করতে পারবেন

ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার খুব সহজ উপায় দেখে নিন

Get Instant Free ePAN Card – মাত্র 5 মিনিটে বিনামূল্যে প্যান কার্ড বানিয়ে নিন, জেনে নিন সম্পূর্ন পদ্ধতি

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush