PAN Card Update: এই কাজ না করলে বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড, বিপদ এড়াতে সতর্ক হোন।

ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করে রেখেছেন? সেক্ষেত্রে প্রয়োজন হবে প্যান কার্ড। বর্তমানে প্যান কার্ড (PAN Card Update) হলো একটি গুরুত্বপূর্ণ নথি। এখন প্যান কার্ড নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পাশাপাশি টাকা লেনদেনে প্রয়োজন হয়। কিন্তু আপনি কি জানেন আগামী ১লা এপ্রিল ২০২৩ থেকে এই প্যান কার্ড বাতিল হতে চলেছে। শুধুমাত্র একটি ভুলের কারণে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। তাই আপনি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন তা আগেভাগেই জেনে নিন।

আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে যে, আগামী ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করেন  তবে আগামী ১ লা এপ্রিল থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এর ফলে প্যান কার্ড (PAN Card Update) আর কোথাও ব্যবহার করতে পারবেন না। বিশেষকরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে সমস্যার সম্মুখীন হতে পারে।

কিভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন তার বিস্তারিত পদ্ধতি আমরা এই প্রতিবেদনে আলোচনা করেছি।

এখন বাড়িতে বসে আধার কার্ড সংশোধন করুন। আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই।

PAN Card Update: প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক পদ্ধতি

  1. প্রথমে আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট incometax.gov.in এর হোম পেজে আসতে হবে,
  2. হোম পেজে আসার পর Quick Links সেকশনের মধ্যে থাকা Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে,
  3. এরপর আপনার প্যান কার্ড নম্বর এবং আধার নম্বর লিখে Validate অপশনে ক্লিক করতে হবে,
  4. যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড (PAN Card Update) আগেই লিঙ্ক থাকে, তাহলে দেখাবে Your PAN is already linked to given Aadhaar
  5. আর যদি লিঙ্ক না থাকে নিচের স্টেপস ফলো করতে হবে 👇
  6. এরপর Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে,
  7. এরপর আপনার প্যান কার্ড নম্বর এবং আধার নম্বর লিখে Validate অপশনে ক্লিক করতে হবে,
  8. এরপর Continue To Pay Through E-Pay Tax অপশনে ক্লিক করতে হবে,
  9. এরপর আবার প্যান নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর লিখে Continue অপশনে ক্লিক করতে হবে,
  1. আপনার মোবাইলে একটি OTP আসবে সেটি লিখে Continue অপশনে ক্লিক করতে হবে,
  2. ভেরিফাই করার পর Continue অপশনে ক্লিক করতে হবে,
  3. এরপর Income Tax এর পাশে থাকা Proceed অপশনে ক্লিক করতে হবে,
  4. এরপর Assessment Year সিলেক্ট করতে হবে 2023-24
  5. Type of Payment সিলেক্ট করতে হবে Other Receipt (500)
  6. এরপর Continue অপশনে ক্লিক করতে হবে,
  7. এরপর দেখতে পাবেন আপনাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে, এরপর Continue অপশনে ক্লিক করতে হবে,
  8. এরপর আপনার পছন্দের পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্টটি সম্পন্ন করতে হবে,
  9. পেমেন্ট করার পর Payment Receipt পাবেন, এটি ডাউনলোড করে রাখতে হবে।

উপরের সমস্ত স্টেপস ফলো করে আপনি আপনার প্যান কার্ডের মাধ্যমে আধার কার্ড লিঙ্ক খুব সহজেই করতে পারবেন।

New PAN Card Online Apply 2023: মাত্র 10 মিনিটে বানিয়ে নিন নতুন PAN CARD, জেনে নিন কিভাবে ?

PAN Card : আপনি কি জানেন প্যান কার্ডে 10 টি নাম্বারের অর্থ কি? আপনি হয়তো জানেন না

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin