PF Withdrawal Process 2023: অনলাইনে PF থেকে টাকা তুলুন, এই নতুন পদ্ধতিতে

PF Withdrawal Process 2023: নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই, আমরা আশা করি আপনারা সবাই ভালো আছেন, আজকের এই পোস্টে আমরা আপনাকে PF Withdrawal Process 2023 সম্পর্কে তথ্য দেব। আপনি যদি কোথাও কাজ করেন এবং আপনার PF এর টাকা তুলতে চান, তাহলে আমাদের এই পোস্টটি আপনার জন্য খুবই উপকারী হবে।

আমরা যখন একটি কোম্পানিতে চাকরি করি, তখন আমরা কিছু মাসিক বেতন পাই যা থেকে আমরা আমাদের চাহিদা পূরণ করি। কর্মরত ব্যক্তির বেতন থেকে কিছু টাকা তার PF Account -এ জমা হয়, যা আমরা প্রয়োজনে এখান থেকে তুলতে পারি। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য পিএফ খুবই উপকারী। বেতনের কিছু অংশ কেটে নিয়ে পিএফ অ্যাকাউন্টে যোগ করা হয় এবং আপনি প্রয়োজনের সময় সেই টাকা তুলতে পারেন, অন্যথায় অবসর গ্রহণের সময় সেই টাকা আপনার খুবই কাজে লাগে।

পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আজকে আমরা আপনাকে যে তথ্য দেবো, তার মাধ্যমে আপনি সহজেই পিএফ থেকে টাকা তুলতে পারবেন। এর জন্য আপনাকে আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে। PF Withdrawal Process 2023

EPFO: কিভাবে আপনার UAN নম্বর জানবেন?

SBI Whatsapp Banking: আঙুল ছোঁয়ালেই গ্রাহকের হোয়াটসঅ্যাপে চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নানান তথ্য, নতুন উদ্যোগ SBI-এর

অনলাইনে মাত্র কয়েক মিনিটে খুলে নিন স্টেট ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট

SBI CSP খুলে মাসে 10-20 হাজার টাকার বেশি আয় করুন, জেনে নিন কিভাবে?

Sauchalay Online Registration 2023: ফ্রি শৌচালয়ের জন্য আবেদন করুন, এইভাবে

ভুল অ্যাকাউন্টে হয়ে গেছে UPI পেমেন্ট, তবে টাকা পাবেন ফেরত, জানুন এর সম্পূর্ন উপায়

এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড সংশোধন করে নিন

PF Withdrawal Process 2023 – Overview

Name of The ArticlePF Withdrawal Process 2023
Type of ArticleLatest Update
Charges of Withdrawal?NILL
Official WebsiteClick Here

কিভাবে EPF অ্যাকাউন্টের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, জানুন সম্পূর্ন প্রসেস

PF থেকে টাকা তোলার জন্য আপনার কাছে কিছু তথ্য থাকা আবশ্যক

বন্ধুরা, আপনি যদি পিএফ থেকে টাকা তুলতে চান তাহলে আপনার কাছে –

  • প্রথমত, আপনার আধার কার্ড আপনার PF অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে,
  • অর্থাৎ, UAN নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে,
  • UAN Active থাকতে হবে,
  • PF Account অর্থাৎ UAN এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে,
  • আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে

আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা তা জানবেন কীভাবে?

PF অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য যোগ্যতা?

পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার যোগ্যতা নিম্নরূপ –

  • এই অ্যাকাউন্টের মোট পরিমাণ শুধুমাত্র অবসর গ্রহণের সময় বা 55 বছর বয়স পূর্ণ হওয়ার পরে তোলা যাবে।
  • আপনি যদি একটি বাড়ি তৈরি করতে চান বা অসুস্থতার কারণে বা উচ্চশিক্ষার জন্য অর্থের প্রয়োজন হয় তবে আপনি এই অ্যাকাউন্ট থেকে অল্প পরিমাণ টাকা তুলতে পারবেন।
  • এটি আপনাকে অবসর গ্রহণের 1 বছর আগে 90% পরিমাণ তুলতে দেয়৷
  • যদি আমরা এর নতুন নিয়মের কথা বলি, তাহলে এক মাসের বেকারত্বের পরে, 75% পরিমাণ তোলা যেতে পারে।

আপনার যদি উপরে উল্লেখিত যোগ্যতা থাকে তাহলে আপনি খুব সহজেই পিএফ থেকে টাকা তুলতে পারবেন।

কীভাবে অফলাইনে PF থেকে টাকা তোলা যায়?

PF Withdrawal Process 2023: বন্ধুরা, এখন আমরা আপনাকে বলব যে, কিভাবে PF অ্যাকাউন্ট থেকে অফলাইনের মাধ্যমে টাকা তোলা যায়। এর জন্য আপনাকে PF অফিসে যেতে হবে এবং দুই ধরনের কম্পোজিট ক্লেম ফর্ম রয়েছে।

ক্লেম ফর্ম পূরণ করে আপনাকে পিএফ অফিসে জমা দিতে হবে।

পিএফ তোলার জন্য আপনার ফর্ম 19, ফর্ম 13 এবং ফর্ম 31 দরকার।

আরও পড়ুন

প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক, না থাকলে দিতে হবে 1000 টাকা জরিমানা, চেক করুন তাড়াতাড়ি

কিভাবে পিএফ অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা তুলবেন?

PF Withdrawal Process 2023: আপনি যদি PF অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা তুলতে চান, তাহলে নিচের দেওয়া স্টেপগুলি অনুসরণ করুন –

  • প্রথমে আপনাকে UAN এবং Password দিয়ে পোর্টালে লগইন করতে হবে,
Pf withdrawal process 2023
  • এরপরে Online Services অপশনে ক্লিক করে Claim অপশনে ক্লিক করুন করুন,
  • এরপর ফর্ম (31,19,10C) সিলেক্ট করুন 
  • এরপর আপনার UAN-এর সঙ্গে লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখে Proceed For Online Claim অপশনে ক্লিক করুন,
  • ক্লিক করার PF Withdrawal ফর্ম খুলে আসবে যা সঠিকভাবে পূরণ করুন,
  • এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশবুকের স্ক্যান কপি আপলোড করুন,
  • এরপর, OTP ভেরিফাই করে সাবমিট করলেই আপনার PF Withdrawal-এর রিকোয়েস্ট পাঠানো সফল হবে,
  • কিছু দিনের মধ্যেই আপনার PF Withdrawal এর টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।

Important Links – PF Withdrawal Process 2023

Official WebsiteClick Here
Member LoginClick Here
EPFO PassbookClick Here
HomepageClick Here
Join Our Telegram Channel Join Now

আরও পড়ুন

Meesho App থেকে আয় করুন মাসে 20 থেকে 25 হাজার টাকা, জানুন কিভাবে?

Download Original Marksheet: যেকোনো বোর্ড ও যেকোনো কক্ষের মার্কশিট ডাউনলোড করুন মিনিটের মধ্যে

কিভাবে জব কার্ড তৈরি করবেন, জানুন সম্পূর্ন প্রসেস

মাত্র 5 মিনিটে করুন নিজের জব কার্ড ডাউনলোড

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin