Dairy Job Vacancy – পশ্চিমবঙ্গের কো-অপারেটিভ সার্ভিস কমিশন, বর্ধমান কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসারস ইউনিয়ন লিমিটেড সংস্থায় চুক্তির ভিত্তিতে একাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা ইত্যাদি বিস্তারিতভাবে এই প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি পেয়ে যাবেন।
Advertisement No. | 03/2023 |
নিয়োগকারী সংস্থা | West Bengal Co-operative Service Commission |
বেতন (₹) | ১৬,০০০/- টাকা |
আবেদন মাধ্যম | অনলাইন (ইন্টারভিউ) |
আবেদনের শেষ তারিখ | ৪ সেপ্টেম্বর, ২০২৩ |
কাজের স্থান | বর্ধমান |
অফিসিয়াল সাইট | www.webcsc.org |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | ফলো করুন |
WEBCSC Recruitment 2023
পদের নাম
এখানে Accountant পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
এই পদে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Com সহ Accountancy বিষয়ে জ্ঞান থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
বেতন
এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
নতুন চাকরির খবর – ব্লকে ব্লকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ
আবেদন পদ্ধতি (Apply Process)
ইচ্ছুক প্রার্থীদের এই পদে চাকরির জন্য আলাদভাবে আবেদন করতে হবে না। নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর ফর্মটি পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে একটি পিডিএফ ফাইলে একত্রিত করে সংস্থার ইমেইল আইডিতে (cscwbbb@gmail.com) ইমেইল করতে হবে। আবেদন করতে হবে ০৪.০৯.২০২৩ তারিখের মধ্যে।
আবেদন করার পর ০৫.০৯.২০২৩ তারিখে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ইন্টারভিউয়ের জন্য যেতে হবে আবেদনকারীদের। প্রার্থীর নিজের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো, বায়োডাটা, পরিচয়পত্র, সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট সহ অন্যান্য প্রয়োজনীয় নথির কপি ও অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার
- পরিচয়পত্র
- ঠিকানার প্রমাণপত্র
- এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
- দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো
নির্বাচন প্রক্রিয়া
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের স্থান
Office of the West Bengal Co-operative Service Commission, Khadya Bhawan Complex, PWD Buildings, Block-A (Ground Floor), 11 A, Mirza Ghalib Street, Kolkata- 700087
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ তারিখ | ০৪.০৯.২০২৩ |
ইন্টারভিউয়ের তারিখ | ০৫.০৯.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
✅ আবেদন ফর্ম | Download Now |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
▶️ MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 মাসিক ২৪ হাজার টাকা বেতনে ECIL দপ্তরে চাকরির সুযোগ
🔥 রাজ্যে সরকারি সংস্থা HCL-এ সুপারভাইজার নিয়োগ